

দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর চপার। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুন্নুরে। সূত্রের খবর ওই চপারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ তাঁদের পরিবারের বেশ কয়েকজন সদস্য। ছিলেন ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিকও। ওই চপারে মোট ১৪ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে – “একটি IAF Mi-17V5 হেলিকপ্টার, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত সহ, তামিলনাড়ুর কুন্নুরের কাছে আজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে – ২ জনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাঁদের দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চপারটি নীলগিরি পাহাড়ের কাছে ভেঙে পড়েছে। সেনাবাহিনীর সাথে সাথে স্থানীয় মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। উদ্ধার হওয়া দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেয়নি সেনাবাহিনী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন