Operation Sindoor: যথাযথ পদক্ষেপ! ভারতের প্রত্যাঘাতে খুশি জঙ্গিহানায় নিহত নৌসেনার বাবা

People's Reporter: রাজেশ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সশস্ত্র বাহিনী যা করেছে, তা প্রশংসনীয়”।
রাজেশ নারওয়াল
রাজেশ নারওয়ালছবি - সংগৃহীত
Published on

পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের তরফে এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের এই প্রত্যাঘাতে খুশি জঙ্গিহানায় নিহত নৌসেনা লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের বাবা রাজেশ নারওয়াল। তিনি জানিয়েছেন, ‘যথাযথ পদক্ষেপ’।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। সদ্য বিয়ে হয়েছিল তাঁর। স্ত্রী-কে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতে খুশি রাজেশ নারওয়াল। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ''যথাযথ পদক্ষেপ। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সরকারের কাছে আমরা কী চাই! সন্ত্রাসবাদী এবং তাদের অপরাধীদের প্রতি এটিই উপযুক্ত জবাব”।

রাজেশ জানিয়েছেন, দেশকে এখনই থামানো উচিত নয়। তিনি বলেন, “সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলা উচিত। কেবল ভারতে নয়, সমগ্র বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হওয়া উচিত। প্রতিটি দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সিদ্ধান্তমূলক পদক্ষেপকে সমর্থন করতে হবে। পাকিস্তান হোক বা বিশ্বের অন্য যেকোনো অংশ, সমগ্র বিশ্বের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো উচিত”।

তাঁর দাবি, “অন্যথায় এই ধরনের সন্ত্রাসী হামলা চলতেই থাকবে। এই হামলাগুলি কেবল পরিবারগুলিকেই ধ্বংস করে না, বরং একটি সম্পূর্ণ জাতিকেও ধ্বংস করে দেয়। ২২ এপ্রিল থেকে আমাদের পুরো দেশ শোকাহত। আমাদের সশস্ত্র বাহিনীর এমন পদক্ষেপের জন্য সবাই অপেক্ষা করছিল। দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত”।

এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাবাহিনীর পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। রাজেশ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সশস্ত্র বাহিনী যা করেছে, তা প্রশংসনীয়। কিন্তু আমাদের এখানেই থেমে থাকা উচিত নয়। আমাদের এই ধরনের সন্ত্রাসী হামলার মূলে পৌঁছাতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে”।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in