

ফের কৃষকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিল্লির টিকরি সীমান্তে। মৃতের নাম রাজবীর সিংহ (৪৮)। ওই কৃষককে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, পুলিশ জানিয়েছে, কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ওই কৃষক আত্মহত্যা করেন। তিন কৃষি আইন বাতিলের দাবীতে এই নিয়ে অষ্টম ব্যক্তি আত্মহত্যা করলেন। মৃতের জামার পকেটে একটি আত্মঘাতী নোট পাওয়া গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে অন্য কৃষকরা বিক্ষোভ দেখান।
বাহাদুরগড় সিটি থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) পরিদর্শক সুনীল কুমার জানান, আমরা অন্যান্য কৃষকদের কাছ থেকে এই ব্যাপারে জানতে পেরেছি। মৃতকে বাইপাসের কাছে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। একটি সুইসাইড নোটে তিনি জানিয়েছেন যে, কৃষি আইন নিয়ে তিনি হতাশ। তাই তিনি এই চরম পদক্ষেপ নিচ্ছেন।
রাজবীরের পকেটে পাওয়া নোটটিতে লেখা ছিল, 'এক মৃত ব্যক্তির শেষ ইচ্ছে পূরণের জন্য সরকারের কাছে প্রার্থনা করছি এই তিনটি আইন যেন তুলে নেওয়া হয়।'
রাজবীরের স্ত্রী ও দুই সন্তান বর্তমান। তিনি প্রায় ২ একর জমির মালিক। ওই জমিতে চাল ও গম চাষ করতেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন