

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশকে পাশে নিয়ে কৃষক আন্দোলনে নিজের অবস্থান থেকে পিছু হটলেন বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। শুক্রবার নিজের আগের মত থেকে সরে এসে কেন্দ্রের কৃষি আইনকে সমর্থন জানিয়ে আন্না হাজারে বলেন – কৃষি আইন বিরোধিতায় তিনি অনশন করবেন না।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্না হাজারে জানান – আমি বহু বিষয় নিয়ে আন্দোলন করেছি। শান্তিপূর্ণ আন্দোলন করা কোনো অপরাধ নয়। আমি কৃষকদের বিভিন্ন দাবী নিয়ে গত তিন বছর ধরে আন্দোলন করেছি। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য ৫০ শতাংশ বাড়ানো। আমি সেই চিঠি পেয়েছি। তাই আমি আগামীকাল থেকে আমার অনশনের ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করছি।
উল্লেখ্য এর আগে বর্ষীয়ান আন্না হাজারে জানিয়েছিলেন, কৃষক আন্দোলনের সমর্থনে তিনি গান্ধীজীর প্রয়াণ দিবস আগামী ৩০ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসবেন। একথা জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষিমন্ত্রীকে চিঠিও লেখেন। সেইসময় তিনি জানিয়েছিলেন – সরকার কখনও কৃষকদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি সংবেদনশীল নয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন