বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ, এবার অনিল অম্বানির স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ ইডির

মঙ্গলবার সকালে মুম্বইয়ের বালার্ড এস্টেট অঞ্চলে ইডি-এর অফিসে পৌঁছে গিয়েছেন অনিলপত্নী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা মুনিম।
সস্ত্রীক অনিল অম্বানি
সস্ত্রীক অনিল অম্বানিফাইল ছবি

বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনিল অম্বানির পর এবার তাঁর স্ত্রী টিনা অম্বানিকেও জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। মঙ্গলবার সকালেই দক্ষিণ মুম্বইয়ে ইডি-এর দফতরে হাজির হন রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিলের স্ত্রী টিনা।

ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার অনিল অম্বানি ও তাঁর স্ত্রী টিনা অম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। নিজের সংস্থার কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে অনিল সোমবার ইডি-এর মুম্বইয়ের দফতরে হাজির হলেও টিনা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত সময় চেয়েছিলেন। যার পরে ইডি-এর আধিকারিকরা তাঁকে নতুন করে করে সমন পাঠান। অতঃপর সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকালেই মুম্বইয়ের বালার্ড এস্টেট অঞ্চলে ইডি-এর অফিসে পৌঁছে গিয়েছেন অনিলপত্নী তথা প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা মুনিম।

ইডি সূত্রে জানা গিয়েছে, রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানির বিরুদ্ধে সম্প্রতি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের উঠেছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের একাধিক ধারায় মামলাও দায়ের হয়েছে। সোমবার সেই মামলার তদন্ত নিয়ে ধীরুভাই অম্বানির কনিষ্ঠ পুত্রকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো সোমবার সকাল ১০টা নাগাদ ইডি-এর মুম্বই অফিসে হাজির হয়ে নিজের বয়ান রেকর্ড করেন অনিল।

ইডি-এর উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই তদন্তে নিউ জার্সি, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও সাইপ্রাসে অম্বানি দম্পতির নামে কিছু কোম্পানির হদিস মিলেছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও দুবার ভিন্ন ভিন্ন মামলার তদন্ত সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ইডির ডাকে সাড়া দিয়ে তাদের দফতরে হাজির হতে হয়েছিল অনিল অম্বানিকে। ২০২০ সালে ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা রানা কপুর সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ ওঠে। তখনও অনিল অম্বানিকে জিজ্ঞাসাবাদ করতে নিজেদের অফিসে ডেকেছিলেন ইডি আধিকারিকরা। তাঁর পর গত বছরের আগস্ট মাসেও অ্যান্টি-ব্ল্যাক মানি অ্যাক্ট-এর আওতায় অনিলকে নোটিশ পাঠায় আয়কর দফতর। ৪২০ কোটি টাকা কর ফাঁকি দিয়ে দুটি সুইস ব্যাঙ্কে অপ্রকাশিত ৮১৪ কোটিরও বেশি টাকা রাখার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।  

সস্ত্রীক অনিল অম্বানি
Social Media: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা ১০ হাজার? নির্বাচনের মুখে পেতে পারেন সরকারি বিজ্ঞাপন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in