

অন্ধ্রপ্রদেশে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। এই ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শ্রীকাকুলাম-এর এক হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।
প্রশাসনিক সূত্র অনুসারে, সোমবার রাতে সেকেন্দ্রাবাদ গুয়াহাটি এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীকাকুলাম জেলার জি সিগাদাম মণ্ডলের বাথুভা গ্রামের কাছে দাঁড়িয়ে পড়ে। ট্রেন মাঝপথে থেমে যাওয়ায় বেশ কিছু যাত্রী নেমে পাশের লাইনের ওপর গিয়ে দাঁড়ান। এইসময় পাশের লাইন দিয়ে আসছিলো ভুবনেশ্বর মুম্বাই কোনার্ক এক্সপ্রেস। যে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। আহত হন বেশ কয়েকজন।
শ্রীকাকুলাম জেলা কালেক্টর শ্রীকেশ লাথকার ঘটনার পরেই আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন