Cyber Crime: অনলাইনে টিকিট বা হোটেল বুকিংয়ে প্রতারণার শিকার! সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

People's Reporter: আইফোরসি-এর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ভুয়ো ওয়েবসাইট, সমাজমাধ্যমের বিভিন্ন প্রতারণামূলক পেজ, ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষকে টার্গেট করা হচ্ছে।
Cyber Crime: অনলাইনে টিকিট বা হোটেল বুকিংয়ে প্রতারণার শিকার! সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
ফাইল চিত্র
Published on

অনলাইনে ট্রেনের টিকিট বা ঘর বুকিং করতে গিয়ে সাইবার অপরাধীদের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। এক্ষেত্রে বিশেষ করে পুণ্যার্থী বা ভ্রমণপিপাসুদের টার্গেট করা হচ্ছে। কী করে বাঁচবেন, এই ফাঁদ থেকে? এবার সে নিয়েই বিবৃতি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্ত্রকের অধীন ভারতীর সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা আইফোরসি (The Indian Cyber Crime Coordination Centre (I4C)। প্রতারণা এড়াতে ছ’দফার পরামর্শও দেওয়া হয়েছে।

সম্প্রতি আইফোরসি-এর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দেশ জুড়ে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রতারণাচক্র গড়ে উঠেছে। ভুয়ো ওয়েবসাইট, সমাজমাধ্যমের বিভিন্ন প্রতারণামূলক পেজ, ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষকে টার্গেট করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে গুগলেও দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। বাদ পড়েনি হোয়াটসঅ্যাপও। এক্ষেত্রে উদারণস্বরূপ চারটি অনলাইন বুকিংয়ের কথা বলা হয়েছে। সেগুলি হল –

  • চারধাম যাত্রায় কেদারনাথে হেলিকপ্টার বুকিং।

  • পুণ্যার্থীদের জন্য হোটেল বা অতিথিশালা বুকিং।

  • অনলাইনে ক্যাব বুকিং।

  • ধর্মীয় স্থান ভ্রমণ বা লম্বা ছুটিতে যাওয়ার জন্য প্যাকেজ বুকিং।

গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে বিভিন্ন রকমের আকর্ষণীয় অফারও দেওয়া হয়। যা দেখে আকৃষ্ট হয়ে একবার টাকা দিয়ে দিলেই আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায় না। এই ধরণের পরিস্থিতি এড়াতে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে পরামর্শ। সেগুলি হল –

  • টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হবে।

  • গুগল, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে এড়িয়ে যেতে হবে। ‘স্পনসরড’ লেখা লিঙ্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবম্বলন করতে হবে।

  • শুধুমাত্র সরকারি পোর্টাল বা নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে বুকিং করতে হবে। এবং বুকিংয়ের পর আরও একবার সত্যতা যাচাই করে নিতে হবে।

  • ভুয়ো বা প্রতারণামূলক ওয়েবসাইটের খোঁজ পেলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে বা ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে হবে।

  • কেদারনাথের জন্য হেলিকপ্টার বুকিং করা যাবে https://www.heliyatra.irctc.co.in এই সরকারি ওয়েবসাইট থেকে।

  • সোমনাথ ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট https://somnath.org -র মাধ্যমে অতিথিশালা বুকিং করা যাবে।

এক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হটস্পট চিহ্নিত করা হচ্ছে এবং সাইবার অপরাধীদের ধরতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপও। পাশাপাশি, এই ধরণের ভুয়ো পেজগুলি চিহ্নিত করে দ্রুত বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতারণা এড়াতে গুগল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে নিয়মিত প্রতারণা সঙ্কের বিনিময় করা হচ্ছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২ মে থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। সেই সময় হাজার হাজার পুণ্যার্থীরা চারধাম যাত্রার জন্য অনলাইন বুকিং করে থাকেন। তার আগেই প্রতারণা যাতে না হয়, তার জন্য সতর্ক করল কেন্দ্র।   

Cyber Crime: অনলাইনে টিকিট বা হোটেল বুকিংয়ে প্রতারণার শিকার! সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Cyber Fraud: ‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে পদক্ষেপ কেন্দ্রের, বন্ধ করা হল ১৭০০০ হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট
Cyber Crime: অনলাইনে টিকিট বা হোটেল বুকিংয়ে প্রতারণার শিকার! সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Cyber Attack: সাইবার হামলার নতুন হাতিয়ার ‘আকিরা’! সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in