কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সমাবেশের আগে মঙ্গলবার জম্মু ও রাজৌরি জেলার কিছু অংশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে প্রশাসন। সরকারি সূত্র অনুসারে, এইসব এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে গতকাল এসে পৌঁছেছেন। মঙ্গলবার রাজৌরি জেলায় এক জনসভায় তাঁর ভাষণ দেবার কিছুক্ষণ আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীকাল তিনি বারামুলায় একটি সভায় ভাষণ দেবেন।
সূত্র অনুসারে, স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষার জন্য প্রশস্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকালই জম্মু ও কাশ্মীরের ডিজিপি (কারা) আততায়ীর হাতে নিহত হয়েছেন। সূত্র অনুসারে, তাঁর গৃহ সহায়ক এই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। এখনও পর্যন্ত এই হত্যার সঙ্গে কোনো জঙ্গী যোগ পাওয়া যায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন