JNU ছাত্র সংসদ সভাপতি পদে দলিত মুখ! বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অখিলেশের

People's Reporter: অখিলেশ লেখেন, পিডিএ ঐক্য যৌথভাবে জে এন ইউ-র ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে। বিজেপি সমর্থিত এবিভিপিকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
অখিলেশ যাদব
অখিলেশ যাদবফাইল ছবি সংগৃহীত

প্রায় ৩০ বছর পর দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দলিত মুখ ধনঞ্জয়। দলিত সম্প্রদায়ের একজন সভাপতি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। অখিলেশ জানিয়েছেন, এই জয় নিপীড়িত, পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফসল।

এক্স হ্যান্ডেলে অখিলেশ লেখেন, পিডিএ ঐক্য যৌথভাবে জে এন ইউ-র ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে। বিজেপি সমর্থিত এবিভিপিকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে। দলিত সভাপতি সহ সমস্ত পদের বিজয়ীদের অনেক অনেক শুভেচ্ছা। সকল ভোটারদেরও অনেক অভিনন্দন জানাই। এবিভিপিকে পরাজিত করে দেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে জে এন ইউ।

তিনি আরও লেখেন, জেএনইউ-র ছাত্রদের মতোই দেশজুড়ে সমস্ত বেকার যুবকরা চাকরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত সমস্যা দূর করার জন্য বিজেপির বিরুদ্ধে এক হতে সমস্ত মানুষকে আবেদন জানাবো।

উল্লেখ্য, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এআইএসএ প্রার্থী ধনঞ্জয় ভোট পেয়েছেন ২,৫৯৮টি। এবিভিপি-র উমেশ সি আজমিরা পেয়েছেন ১,৬৭৬ ভোট। ১৯৯৬-৯৭ সালে শেষ দলিত সভাপতি পেয়েছিল জেএনইউ ছাত্র সংগঠন। বট্টি লাল বৈরওয়ার সেবার সভাপতি হয়েছিলেন।

ছাত্র সংসদের অন্যান্য তিনটি পদেও এবার জয়ী হয়েছে বাম ছাত্র সংগঠনের প্রার্থীরা। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বাম ছাত্র সংগঠন এসএফআই প্রার্থী অভিজিৎ ঘোষ। তিনি পেয়েছেন ২৪০৯টি ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮৮৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশী আর্য। ২৫৭৪টি ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন বাম প্রার্থী মহম্মদ সাজিদ।

অখিলেশ যাদব
Assam: ‘আসামের কংগ্রেস নেতারা আমাদের কাছে ফিক্সড ডিপোজিটের মতো’, দাবি হেমন্ত বিশ্ব শর্মার
অখিলেশ যাদব
Himachal Pradesh: ৬ বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ - হিমাচলেও অপারেশান লোটাস?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in