
বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরের সামনে চলল গুলি। শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় গ্রেফতার এক ৬৮ বছর বয়সী বৃদ্ধ। জানা যাচ্ছে, অভিযুক্ত এক জন প্রাক্তন খালিস্তানি জঙ্গি। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছে তাঁর।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রবেশপথের ঠিক সামনে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীরকে লক্ষ্য করে চলে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি তাঁর পাশ দিয়ে বেরিয়ে যায়। একটুর জন্য প্রাণে বাঁচেন তিনি। মুহুর্তে শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরেই এলাকার লোকজন মিলে হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। বাজেয়াপ্ত করা হয় পিস্তলও।
জানা গেছে, অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌরা। গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছে তাঁর। ৬৮ বছর বয়সী ওই বৃদ্ধ একজন প্রাক্তন খালিস্তানি জঙ্গি। ১৯৮৪ সালে ভারত ছেড়ে পাকিস্তানে পাড়ি দেন নারায়ণ। সেখান থেকে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাচার শুরু করেন তিনি। এরপর ছ’বছর গা ঢাকা দিয়েছিলেন। পাকিস্তানে থাকাকালীন গেরিলা যুদ্ধ এবং নিষিদ্ধ সাহিত্যের উপর একটি বইও লেখেন তিনি।
নব্বইয়ের দশকে ভারতে ফেরেন নারায়ণ। এরপর পাঞ্জাবের অমৃতসরে, তরন তারন এবং রোপার জেলায় একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দাগী আসামির তালিকায় নাম থাকলেও, তাঁকে ধরতে পারেনি পুলিশ। এমনকি ২০০৪ সালে বুড়াইল জেল ভাঙা ঘটনার মূল ষড়যন্ত্রকারী ছিলেন নারায়ণ। ৯৮ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে বাব্বর খালসার আন্তর্জাতিক জঙ্গি জগতার সিংহ হাওয়ারা, পরমজিৎ সিংহ ভেওরা এবং তাদের দুই সহযোগী জগতার সিংহ তারা ও দেবী সিংহকে বুড়াইল জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন নারায়ণ। জানা যায়, সে সময় দীর্ঘ দিন জেলে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রেখেছিলেন তিনি।
উল্লেখ্য, এই মুহূর্তে স্বর্ণমন্দিরে 'সাজা' খাটছেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। ২০১৫ সালে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘অন্যায় ভাবে’ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে ‘সাজা’ শুনিয়েছে শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান অকাল তখত। অকাল তখতের নির্দেশ অনুযায়ী, ‘সেবাদার’ হয়ে গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কারের কাজ করবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন