Maharashtra: শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে NCP, ভোটের আগে শিন্ডের সাথে দূরত্ব বাড়াচ্ছেন অজিত?

People's Reporter: এনসিপি নেতা সুনীল তারতকারে বলেন, এই ঘটনার প্রতিবাদে ২৯ আগস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এনসিপি।
শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে অজিত পাওয়ার
শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে অজিত পাওয়ারছবি সংগৃহীত
Published on

মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির মূর্তি ভেঙে পড়ার বিরুদ্ধে নীরব প্রতিবাদে সামিল হল এনডিএ জোট সঙ্গী অজিত পাওয়ারের এনসিপি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

এনসিপি (অজিত পাওয়ার)-র রাজ্য সভাপতি সুনীল তাতকারে বলেন, "এটি অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিদারক যে মহান ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তিটি ভেঙে পড়েছে। এটি মর্মান্তিক যে এই মূর্তিটি উদ্বোধনের পর মাত্র আট মাসের মধ্যে পড়ে গেছে"।

তিনি আরও বলেন, "এটা অস্বীকার করা যায় না যে এটি ক্ষমার অযোগ্য ভুল হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ২৯ আগস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এনসিপি। যারা এই কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক"।

প্রসঙ্গত, ২০২৩ সালে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুট মূর্তি উন্মোচন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সেই মূর্তি উন্মোচন করেন। ৯ মাস যেতে না যেতেই সোমবার ভেঙে পড়ে সেই মূর্তি। জানা গেছে, নিম্নমানের দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিটি। পাশাপাশি ওই মূর্তিতে যে নাট বল্টু ব্যবহার করা হয়েছিল, তাতে জং ধরেছে। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। মনে করা হচ্ছে লাগাতার বৃষ্টির ফলে ভেঙে পড়েছে মূর্তিটি।

মূর্তি ভেঙে পড়ায় মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এনসিপি (শরদ পাওয়ার) নেতা জয়ন্ত পাটিল জানিয়েছিলেন, মূর্তি ভাঙার জন্য দায়ী রাজ্য সরকার। মূর্তির গুণমানের দিকে নজর দেয়নি তারা। পরিবর্তে অনুষ্ঠানের উপরই নজর ছিল তাদের, যেখানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ঘটনাকে ছত্রপতি শিবাজি মহারাজের অপমান বলে মন্তব্য করেছেন এনসিপি (এসপি) এর কার্যকরী সভাপতি তথা বারামতি সাংসদ সুপ্রিয়া সুলে।

শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে অজিত পাওয়ার
Uttar Pradesh: যোগী সরকারের সোশ্যাল মিডিয়া নীতিতে একাধিক বদল - অবমাননাকর পোষ্টে শাস্তিমূলক ব্যবস্থা
শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে অজিত পাওয়ার
Mohan Bhagwat: দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সমান নিরাপত্তা RSS প্রধান মোহন ভাগবতের! নেপথ্যে কারণ কী?

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in