মুজফফরনগর, মথুরার পর বাগপতের মহাপঞ্চায়েতে জনস্রোত, কৃষক আন্দোলনে জনসমর্থন আরও বাড়ছে

গত কয়েকদিনে মুজফফরনগর, মথুরার পর রবিবার বাগপতের মহাপঞ্চায়েতে বড় সংখ্যায় জমায়েত কৃষক আন্দোলনে মানুষের সমর্থন ক্রমশ বেড়ে চলার ইঙ্গিত দিচ্ছে।
রবিবার বাগপতে কৃষকদের মহাপঞ্চায়েত
রবিবার বাগপতে কৃষকদের মহাপঞ্চায়েতছবি জয়ন্ত চৌধুরীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

উত্তরপ্রদেশে একের পর এক জেলার মহাপঞ্চায়েতে মানুষের ঢল ক্রমশই কৃষক আন্দোলনে নতুন মাত্রা যোগ করছে। গত কয়েকদিনে মুজফফরনগর, মথুরার পর রবিবার বাগপতের মহাপঞ্চায়েতে বড় সংখ্যায় জমায়েত কৃষক আন্দোলনে মানুষের সমর্থন ক্রমশ বেড়ে চলার ইঙ্গিত দিচ্ছে।

এদিন বাগপতের মহাপঞ্চায়েতে হাজারে হাজারে মানুষ জমায়েত হন। এই সমাবেশে আশপাশ অঞ্চল থেকে বহু কৃষক যোগ দেন। দিন কয়েক আগে রাকেশ টিকায়েতের আবেদনের পর উত্তরপ্রদেশের জেলায় জেলায় মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে অবস্থানরত কৃষক আন্দোলনের সমর্থনে এদিনের সমাবেশে কৃষক নেতৃত্বের পাশাপাশি যোগ দেন রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

গত ২৮ জানুয়ারি উত্তরপ্রদেশ পুলিশ আন্দোলনকারীদের গাজীপুর থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। জল ও বিদ্যুত সংযোগ কেটে দিয়ে নিরাপত্তা বাহিনীর সংখ্যা ক্রমেই বাড়াতে থাকে। গোটা এলাকা সিল করে ১৪৪ ধারাও জারি করে। কৃষক নেতা রাকেশ টিকায়েত সাংবাদিক সম্মেলন করে এক আবেগঘন আবেদন রাখেন। তাতেই গোটা পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in