
ওড়িশার গোপালপুর, কেওনঝরের পর এবার ময়ূরভঞ্জেও উঠল গণধর্ষণের অভিযোগ। জানা গেছে, সোমবার রাতে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে জোর করে তুলে নিয়ে যান চারজন। তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওড়িশায় পর পর তিন দিনে তিন গণধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে সে রাজ্যের প্রশাসন। এই ঘটনায় মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিবাদে পথে নেমেছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছেন অভিযুক্ত চারজনই তাঁর পরিচিত। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় নির্যাতিতার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। অভিযুক্ত চারজন নির্যাতিতাকে জোর করে অন্য এক নির্জন জায়গায় নিয়ে যান। এবং তাঁকে গণধর্ষণ করেন।
এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বারিপদা সদর থানায়। থানার ইনচার্জ আদিত্য প্রসাদ জেনা বলেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্ত সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
এই নিয়ে তিন দিনে তিনটি গণধর্ষণের ঘটনা ঘটেছে ওড়িশায়। রবিবার গোপালপুর সমুদ্রসৈকতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। জানা গেছে, একটি উৎসবে যোগ দিতে এক বন্ধুর সঙ্গে গোপালপুর যান ওই তরুণী। অভিযোগ, বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন দশজন যুবক। এই ঘটনায় দশজনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। বুধবার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
এরপরে মঙ্গলবারই আরও এক গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। কেওনঝড়ে এক মহিলাকে গণধর্ষণ করে খুন করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠে। পর পর এই ঘটনায় রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে সমালোচনা।
গোপালপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। শাসক দল বিজেপির সমালোচনা করে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ওড়িশার গোপালপুরে এক ছাত্রীর উপর যেভাবে দশজন ব্যক্তি বর্বরতা চালিয়েছে, তার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। ওড়িশায় নারীর বিরুদ্ধে বর্বরতা দিন দিন বাড়ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে গত পাঁচ বছরে রাজ্যে ৪৪ হাজার নারী ও শিশু নিখোঁজ হয়েছেন, সেখানে নারী সুরক্ষাকে অগ্রাধিকার না দেওয়া মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন