Kuntal Ghosh: ইডির পর সিবিআই মামলাতেও কুন্তল ঘোষের জামিন সুপ্রিম কোর্টে

People's Reporter: দুর্নীতি মামলায় গত মে মাসে নীলাদ্রির জামিন মঞ্জুর করলেও কুন্তলকে জামিন দেয়নি হাইকোর্ট। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
কুন্তল ঘোষ
কুন্তল ঘোষছবি - কুন্তল ঘোষের ফেসবুক পেজ
Published on

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ কুন্তলের জামিন মঞ্জুর করেছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। উল্লেখ্য, এর আগে ২০ নভেম্বর ইডি মামলায় কুন্তলকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের জানুয়ারি মাসে তৃণমূলের তৎকালীন যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। কুন্তলের বিরুদ্ধে চাকরী দেওয়ার নামে ১৯ কোটি টাকা তোলার দাবি করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তথা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতেই ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর হুগলির যুবনেতা কুন্তলকে গ্রেফতার করে ইডি।

এছাড়া কুন্তলের বিরুদ্ধে ওঠে হিসাব বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ। ইডির কাছে গ্রেফতারীর পর দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। এরপর জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুন্তল। কুন্তলের জামিনের মামলায় সিবিআই আদালতে জানিয়েছিল, চাকরী দেওয়ার নাম করে প্রায় ৪ কোটি টাকা তুলেছে কুন্তল। এছাড়া প্রাইমারি স্কুল কাউন্সিলের কসবার অফিসে ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল বলেও জানায় সিবিআই।

সিবিআই রিপোর্টে দাবি, টেট ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তল। সেই ওয়েবসাইট দেখতে ছিল আসলের মতোই। এমনকি, দুর্নীতি যাতে নজর এড়িয়ে যায়, সে জন্য ভুয়ো ইমেল আইডি থেকে অযোগ্য চাকরিপ্রাপকদের মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হত। কোনও নিয়মের তোয়াক্কা না করেই ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’কে দেওয়া হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই।

দুর্নীতি মামলায় গত মে মাসে আর এক অভিযুক্ত নীলাদ্রির জামিন মঞ্জুর করলেও কুন্তলকে জামিন দেয়নি হাইকোর্ট। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এর আগে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কুন্তলের মামলার স্টেটাস জিজ্ঞাসা করেছিল। কুন্তলের জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআই জানিয়েছিল, মামলার তদন্ত চলছে। কুন্তল ছাড়া পেলে প্রমাণ নষ্ট হতে পারে।

কিন্তু অবশেষে কুন্তলের আবেদন মুঞ্জুর করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কুন্তলের জামিন মঞ্জুর করেছেন। তবে বেঁধে দিয়েছেন শর্ত। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না তিনি। এছাড়া মামলা বিচারাধীন চলাকালীন কোনও সরকারি পদ নিতে পারবেন না কুন্তল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in