Kerala: কেরালায় মন্দিরে মধ্যরাতে আতশবাজি বিস্ফোরণ! আহত প্রায় ১৫০, সঙ্কটজনক ৮
কেরালার কাসারগড়ের নীলস্বরমের কাছে এক মন্দিরে মজুত রাখা বাজিতে মধ্যরাতে আগুন লেগে আহত হলেন প্রায় ১৫০ জন। এঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কাসারগড়, কান্নুর ও ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই মন্দির কমিটির আটজনের বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে নীলম্বরমের কাছে অঞ্জুতাম্বলম বীরকাভু মন্দিরে বার্ষিক কালিয়ত্তম উৎসব চলছিল। মন্দিরে বহু মানুষ ছিলেন সেই সময়। মন্দির সংলগ্ন এলাকায় চলছিল আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠান। সেই সময় দুর্ঘটনাবশত সংলগ্ন মজুত রাখা বাজির দিকে চলে যায় একটি জ্বলন্ত বাজি। তা থেকেই আগুন লেগেছে বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে রাত সাড়ে বারোটা নাগাদ।
প্রত্যেকে অগ্নিদগ্ধ কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা। এই ঘটনায় ইতিমধ্যেই কমিটির আটজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
