সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ের পর NSUI-এর সমর্থকরা
সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ের পর NSUI-এর সমর্থকরাছবি রোশন লাল বিট্টুর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে NSUI-র কাছে ধরাশায়ী ABVP

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন কেন্দ্র বারাণসীতে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধরাশায়ী বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন কেন্দ্র বারাণসীতে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধরাশায়ী বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন কৃষ্ণ মোহন শুক্লা। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অজিত কুমার চৌবে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিবম চৌবে এবং লাইব্রেরী সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন আশুতোষ কুমার মিশ্র।

কংগ্রেসের পক্ষ থেকে রোশন লাল বিট্টু এক ট্যুইট বার্তায় এনএসইউআই-এর জয়ের পর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাত ফ্যাকাল্টির সমস্ত পদে জয়লাভ করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন। এই জয়কে রাজ্যে মানুষের মন বদলের সূত্রপাত হিসেবেই দেখছে কংগ্রেস।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বারাণসীতেই মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের নির্বাচনে কংগ্রেসের ছাত্র সংগঠনের কাছে ধরাশায়ী হয়েছিলো বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। সেবার ওই কলেজের আটটি পদের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছিলো এনএসইউআই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in