

এই বছর ডিসেম্বররে গুজরাটে ভোট। ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই কেজরিয়ালের দল আম আদমি পার্টিও। তবে এরইমধ্যে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
সরকারি কোষাগারের টাকা খরচ করে ভগবন্ত সিং মান গুজরাট যান তাঁর দল আম আদমি পার্টির হয়ে ভোট প্রচারে। ১,২,৩ এপ্রিল দলের হয়ে ভোট প্রচারের জন্য বিমান সফরে গুজরাটে যান। অভিযোগ, এই সফরে বিমান ভাড়া বাবদ সরকারি টাকা খরচ করেন তিনি। প্রায় ৪৪ লক্ষ ৮৫ হাজার টাকা খরচ হয়েছে বলে, সরকারি রিপোর্ট থেকে জানা গেছে।
প্রসঙ্গত, একসময়ে পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে হেলিকপ্টারে চড়া নিয়ে কটাক্ষ করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধীনেতা ভগবন্ত সিং মান। সরকারি টাকা তছরুপের অভিযোগ করেছিলেন। আজ তিনি নিজে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এবার তাঁর বিরুদ্ধে উঠল একই অভিযোগ।
উল্লেখ্য, ডিসেম্বরে গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা সভা ভোট। তার আগে এই তথ্য সামনে আসায় যথেষ্ট অস্বস্তিতে কেজরিয়ালের আম আদমি পার্টি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন