UP: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ! খুনের অভিযোগ মন্ত্রীপুত্রের বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গুলি করা হয়েছে বিনয় শ্রীবাস্তব নামে এক যুবককে। ওই যুবক আবার মন্ত্রীপুত্র বিকাশ কিশোরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।
UP: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ! খুনের অভিযোগ মন্ত্রীপুত্রের বিরুদ্ধে
প্রতীকী ছবি
Published on

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী কৌশল কিশোরের বাড়ি থেকে উদ্ধার হলো গুলিবিদ্ধ এক যুবকের মৃত দেহ। কে ওই যুবককে খুন করেছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গুলি করা হয়েছে বিনয় শ্রীবাস্তব নামে এক যুবককে। ওই যুবক আবার মন্ত্রীপুত্র বিকাশ কিশোরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে জানা যাচ্ছে। ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব। খুনের নেপথ্যে কী কারণ তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

মৃতদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মন্ত্রী অবশ্য স্বীকার করে নিয়েছেন যে ওই পিস্তলটি তাঁর ছেলের নামেই নথিভুক্ত। কিন্তু কখন কে খুন করেছে তাঁর জানা নেই। নিহতের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। পুলিশের অনুমান মন্ত্রীর ছেলেই খুন করে পালিয়েছে। ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফরেন্সিক টিমও রয়েছে ঘটনাস্থলে।

এক পুলিশ আধিকারিক জানান, গতকাল রাতে বিকাশ কিশোর, বিনয় শ্রীবাস্তব সহ ৬ জন নৈশভোজ করেন ওই বাড়িতে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে, নৈশভোজের পরেই গুলি করা হয়েছে বিনয় শ্রীবাস্তবকে। গুলি লাগার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। মাথায়ও আঘাতের চিহ্ন মিলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর সংবাদমাধ্যমের সামনে বলেন, "মৃতদেহের পাশ থেকে পিস্তল কীভাবে পাওয়া গেল তা পুলিশ জানে। সিসিটিভি ফুটেজ পুলিশকে দিয়ে দিয়েছি। সবটা তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে। যে দোষী হবে সে শাস্তি পাবে। তদন্তে আমি সবরকম সাহায্য করবো। আমার ছেলে বিকাশ ফ্লাইট ধরে দিল্লি গেছে।"

প্রসঙ্গত, বিকাশ কিশোরের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর স্ত্রীও পারিবারিক বিবাদ নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কৌশল কিশোরও তাঁর ছেলেকে নিয়ে সমস্যায় রয়েছেন দাবি ঘনিষ্ঠদের।

UP: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ! খুনের অভিযোগ মন্ত্রীপুত্রের বিরুদ্ধে
MP: দুর্নীতিগ্রস্ত অফিসারদের নিয়োগ করছেন সিন্ধিয়া, অভিযোগ তুলে দলত্যাগ আরও এক BJP বিধায়কের
UP: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ! খুনের অভিযোগ মন্ত্রীপুত্রের বিরুদ্ধে
Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে ED-র অতি সক্রিয়তা নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in