কৃষক আন্দোলনের লাইভ চলাকালীন কিষাণ একতা মোর্চার ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্লক

কিষাণ একতা মোর্চার ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত
কিষাণ একতা মোর্চার ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষক আন্দোলনের লাইভ চলাকালীন ব্লক করে দেওয়া হল কিষাণ একতা মোর্চার ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ব্লক করার সময় ওই পেজ থেকে এক সাংবাদিক সম্মেলনের লাইভ চলছিলো।

ফেসবুকের পক্ষ থেকে ওই পেজ ‘আনপাবলিশ’ করে দিয়ে বলা হয়েছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করার জন্য ওই পেজ আনপাবলিশ করা হয়েছে।

কিষাণ একতা মোর্চার ফেসবুক পেজে ৭ লক্ষ ফলোয়ার আছে। এদিন সংস্থার ফেসবুক পেজের পাশাপাশি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

এদিনই সিঙ্ঘু বর্ডারে এক সাংবাদিক সম্মেলনে কৃষকদের পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তাঁরা আগামী ২৫-২৭ ডিসেম্বর হরিয়ানার সমস্ত টোল প্লাজা মুক্ত করে দেবেন এবং আগামীকাল অনশন বিক্ষোভ করবেন। এর পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ চলাকালীন দেশের মানুষকে থালা বাজানোরও আবেদন জানানো হয়েছে কৃষক আন্দোলনের নেতৃত্বের পক্ষে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in