

কৃষকদের ডাকা ভারত বনধের সর্বাত্মক চেহারা চোখে পড়েছে তেলেঙ্গানায়। শাসক দল টি আর এস সমর্থন করায় এদিন রাজ্যে প্রায় সবকিছুই বন্ধ আছে। সকাল থেকেই রাস্তায় নেমে বনধের সমর্থনে প্রচার চালিয়েছেন বাম কর্মীরা। পাশাপাশি কংগ্রেস, টি আর এস-এর পক্ষ থেকেও বনধের সমর্থনে বিভিন্ন এলাকায় মিছিল করা হয়।
মঙ্গলবার সকাল থেকে তেলেঙ্গানার সঙ্গে সংযোগকারী সমস্ত হাইওয়ের মুখে অবরোধ করে রাখেন বনধ সমর্থকরা। এর পাশাপাশি নালগোন্দা জেলায় কৃষকদের বড়ো মিছিল বেরোয়।
এদিনের বনধে উল্লেখযোগ্য ভাবে অংশ নিয়েছেন বিভিন্ন আদিবাসী সংগঠন এবং মহিলা সংগঠন। হায়দারাবাদে এই দুই সংগঠনের পক্ষ থেকে বনধের সমর্থনে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে। রাজ্যের নরসিমপেট, সূর্যপেট, করিমনগর, নিজামাবাদ শহরে বনধের সমর্থকরা মিছিল করে। গোরুর গাড়ি নিয়ে মিছিল হয় মহাবুবাবাদে
প্রশাসনিক সূত্রের খবর অনুসারে তেলেঙ্গানার প্রায় ৯০ শতাংশ সরকারি ও বেসরকারি পরিবহণ স্তব্ধ হয়ে রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন