
কৃষকদের ডাকা ভারত বনধে অন্ধ্রপ্রদেশে বহু জায়গায় দোকান পাট বন্ধ রয়েছে। মন্দির শহর তিরুপতিতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন ছাত্র, যুব, কৃষক সংগঠন এবং মহিলা সংগঠন। শহরের প্রায় সব দোকান এদিন বন্ধ রাখা হয়েছে।
অন্ধ্রপ্রদেশ সিপিআই(এম) সম্পাদক পি মধু এক বিবৃতিতে জানিয়েছেন, আজকের বনধ নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে হুঁশিয়ারি। বিজেপির বোঝা উচিৎ যতক্ষণ না বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হবে ততক্ষণ কৃষক আন্দোলন চলবে। যদিও টিডিপি এবং ওয়াইএসআরসিপি বিজেপির কৃষি নীতিকে সমর্থন জানিয়েছিলো কিন্তু এখন তারা কৃষক বিক্ষোভের আঁচ টের পেয়েছে। তাই এখন পিছু হটেছে।
উল্লেখ্য এদিন শ্রীকাকুলাম এবং ভিজিয়ানাগ্রামে কৃষকরা দুটি বড়ো ট্রাক্টর মিছিল বের করে। এছাড়াও সিপিআই(এম) কংগ্রেসের ডাকে রাজামুন্দ্রি, কাকিনাড়া, ভীমাভরমে ও বিজয়াড়াতে রাস্তা অবরোধ করা হয়।
বিশাখাপত্তনমে একাধিক বিক্ষোভ মিছিল দেখা গেছে। শহরের গাজুয়াকা শিল্পাঞ্চল সম্পূর্ণ বন্ধ আছে। এছাড়াও কুরনুল, কাডাপ্পা, চিত্তুর এবং অনন্তপুর এলাকায় বনধের সমর্থনে বড়ো মিছিল লক্ষ্য করা যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন