লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে ট্রেনে ৯৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু - সংসদে কেন্দ্রীয় সরকার

ফাইল ছবি সংগৃহীত
ফাইল ছবি সংগৃহীত

প্রথমবার মোদী সরকার স্বীকার করলো লকডাউন চলাকালীন শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে সফর করার সময় বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল। আজ রাজ‍্যসভায় কেন্দ্র সরকার জানিয়েছে, ট্রেনের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরানোর সময় তাতে সফররত অবস্থায় ৯৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে বাদল অধিবেশন শুরুর দিন শ্রম মন্ত্রক থেকে সংসদে জানানো হয়েছিল, লকডাউন চলাকালীন হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কতজন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে তার কোনো তথ্য নেই সরকারের কাছে।

তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী পীযূষ গোয়েল সংসদের উচ্চকক্ষে এই পরিসংখ্যান দিয়েছেন। রাজ‍্যসভায় তিনি জানিয়েছেন, "রাজ‍্য‌ পুলিশের দেওয়া তথ‍্য অনুযায়ী বর্তমান কোভিড পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিক‌ স্পেশাল ট্রেনে সফরকালে ৯৭ জন ‌শ্রমিকের মৃত্যু হয়েছে। ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী ১৭৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে রাজ‍্য পুলিশ। এই ঘটনাগুলোর তদন্ত চলছে।"

মন্ত্রী জানিয়েছেন, ৯৭টি মৃতদেহের মধ্যে ৮৭টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সংশ্লিষ্ট রাজ‍্যের পুলিশ। এখনও পর্যন্ত এর ‌মধ‍্যে ৫১টি মৃতদেহের‌ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট/ হৃদরোগ/ মস্তিষ্কের রক্তক্ষরণ/ দীর্ঘস্থায়ী ফুসফুস রোগ/ দীর্ঘস্থায়ী লিভারের রোগ ইত্যাদির উল্লেখ রয়েছে।

২৫ মার্চ আচমকা দেশজুড়ে লকডাউন ঘোষণা করায় সমস‍্যায় পড়ে অভিবাসী শ্রমিকরা। অর্থ-খাদ‍্য-পানীয় জলের অভাবে বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকরা কয়েকশ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতে শুরু করেন। শ্রমিকদের এই অবস্থার কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে ১মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রী জানিয়েছেন, ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৪,৬২১টি ট্রেন চালানো হয়েছে এবং প্রায় ৬,৩১৯,০০০ জন যাত্রী বহন করা হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in