সুরেন্দ্র সিং
সুরেন্দ্র সিংফাইল ছবি সংগৃহীত

স্বয়ং ভগবান রামও ধর্ষণ বন্ধ করতে পারতেন না - ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

Published on

‘স্বয়ং ভগবান রামও ধর্ষণ বন্ধ করতে পারতেন না।’ মন্তব্য উত্তরপ্রদেশের বৈরিয়া জেলার রোহানিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং-এর। উত্তরপ্রদেশের ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিংকে সম্প্রতি সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই মন্তব্য করেন।

ওইদিন বিজেপি বিধায়ক আরও বলেন – আমি স্থির নিশ্চিত যে, স্বয়ং ভগবান রামও এই ধরণের ধর্ষণের ঘটনা বন্ধ করতে পারতেন না। এটা স্বাভাবিক দূষণ, যা কাউকেই ছাড়ছে না। মানুষের উচিৎ অন্য সকলকে নিজের পরিবারের সদস্যের দৃষ্টিতে দেখা, বোন ভাবা। একমাত্র মূল্যবোধই এই ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে, সংবিধান নয়।

প্রসঙ্গত, এর আগে এই বিজেপি বিধায়কই সরকারি আধিকারিকদের সঙ্গে পতিতাদের তুলনা টেনেছিলেন। একইসঙ্গে বিজেপি বিধায়ক সুরেন্দ্র উন্নাও নাবালিকা ধর্ষণ কান্ডে অভিজুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার–এর পক্ষে দাঁড়িয়েছিলেন। সেবার তিনি বলেছিলেন – মনস্তাত্ত্বিক দিক থেকে তিন সন্তানের জননী এক মহিলাকে কেউ ধর্ষণ করতে পারে না।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in