

৭৫ তম স্বাধীনতা দিবসে অমৃত মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ায় এই অমৃত মহোৎসবের উদ্দেশ্য।
লালকেল্লায় দাঁড়িয়ে নতুন প্রকল্পের ঘোষণাও করেছেন তিনি। তিনি বলেছেন, যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী দিনে ১০০ লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান প্রকল্প চালু করা হবে। এটি একটি পরিকাঠামোগত প্রকল্প, যা দেশের পরিবহন ব্যবস্থাকে উন্নত করবে। দেশের অর্থনীতিকে পথ দেখাবে।
তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ৭৫টি নতুন বন্দে ভারত ট্রেন চালুর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, অমৃত মহোৎসবের ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালু করবে সরকার, যা দেশকে সংযুক্ত করবে।
অমৃত মহোৎসব প্রসঙ্গে বলেন, ৭৫ তম স্বাধীনতার দিবসে অমৃত কালের সূচনা করা হচ্ছে। এই অমৃতকালে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে উন্নততর হতে সাহায্য হবে। ভারতকে এমন এক দেশ হিসেবে গড়ে তোলা হবে যেখানে নাগরিকদের জীবনে সরকার অকারণ দখলকারী করবে না। শহর-গ্রামের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যেখানে দুনিয়ার সমস্ত আধুনিক পরিকাঠামো থাকবে।
তিনি বলেন, ২০৪৭ সালে স্বাধীনতার ১০০তম বর্ষে যেই প্রধানমন্ত্রী হোন না কেন, আজকের নেওয়া সিদ্ধান্তেরই সিদ্ধিলাভ করবেন উনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন