দিল্লিতে ঝাড়ু ঝড়ে বিপর্যস্ত পদ্ম - বিজয় উৎসবে বাজী না ফাটানোর নির্দেশ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি সংগৃহীত
Published on

দিল্লি বিধানসভা বিপুল জয় পাবার পরেই আনন্দ উৎসবে কোনো বাজী না ফাটানোর নির্দেশ দিলেন জয়ের হ্যাটট্রিক করা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজ রিওয়াল। তিনি তাঁর দলীয় সমর্থকদের উদ্দেশ্যে এদিন এই বার্তা দেন। এদিনই দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৩ আসনে এগিয়ে আপ। মাত্র ৭ আসনে এগিয়ে বিজেপি।

গত ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭ আসনে জয়ী হয়েছিলো আম আদমি পার্টি। এবারের নির্বাচনে এখনও পর্যন্ত গণনার যে গতিপ্রকৃতি সামনে এসেছে তাতে ৬৩ আসনে জয়ী হবার পথে আপ। উল্লেখযোগ্যভাবে শাহিনবাগ সংলগ্ন ওখালা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন আপ প্রার্থী আমানতুল্লা খান।

এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিকবার ঘৃণ্য বিভাজনমূলক প্রচারের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি সরকারের মন্ত্রী, সাংসদ, নেতাদের একের পর এক মন্তব্য ঘিরে অভিযোগ উঠেছে বিভাজনের রাজনীতির। যদিও এই সব মন্তব্যে দিল্লির জনগণ যে খুব একটা গুরুত্ব দেয়নি এদিনের ফলাফলই তার প্রমাণ বলে মনে করছে রাজনইতিক মহল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in