ব্রিটিশদের বিরোধিতা করে নোবেল ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ - বিপ্লব দেব

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিদ্রুপের ঝড়
বিপ্লব দেব
বিপ্লব দেবফাইল ছবি সংগৃহীত
Published on

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এটা আমাদের সকলেরই জানা। কিন্তু ব্রিটিশদের বিরোধিতা করে নোবেল পুরস্কার ত্যাগ! না। আপামার ভারতবাসী এই তথ্য না জানলেও, এই তথ্য মানুষের কাছে পৌঁছে দেবার গুরুদায়িত্ব তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি আর কেউ নন। ত্রিপুরার নব নির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব।

ইনিই সেই বিপ্লব দেব, যিনি মনে করেন, মহাভারতের যুগে ইন্টারনেট ছিলো। না হলে সঞ্জয় কীভাবে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ শুনিয়েছিলেন। ইনিই সেই মুখ্যমন্ত্রী যিনি মনে করেন – একমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে যাওয়া উচিৎ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নয়। ইনিই সেই নেতা, যিনি মনে করেন চাকরি না করে দুধ বিক্রি করলে বা পানের দোকান করলে ১০ বছরে ১০ লক্ষ টাকার মালিক হওয়া যাবে। যিনি অকপটে বলতে পারেন – ডায়না হেডেন বিশ্বসুন্দরী হবার মত সুন্দরী নন।

উদয়পুরে রাজর্ষি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই বক্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। যদিও তাতে থোড়াই কেয়ার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in