২০১৩ মুজফফরনগর দাঙ্গা - অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গা মামলায় আপাতত মুক্তি পেলেন ১২ জন বিজেপি নেতা। স্থানীয় আদালত তাঁদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে।
সংগীত সোম,  সুরেশ রানা,
সংগীত সোম, সুরেশ রানা, ফাইল ছবি সংগৃহীত

২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গা মামলায় আপাতত মুক্তি পেলেন ১২ জন বিজেপি নেতা। স্থানীয় আদালত তাঁদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এই বিজেপি নেতাদের মধ্যে আছেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ রানা, বিজেপি বিধায়ক সংগীত সোম, বিজেপির প্রাক্তন সাংসদ ভরতেন্দু সিংহ এবং ভিএইচপি নেতা সাধ্বী প্রাচী।

বিশেষ আদালতের বিচারক রাম সুধ সিং শুক্রবার সরকারি কৌঁসুলিকে মামলা প্রত্যাহারের অনুমতি দেন। সরকারি কর্মচারীদের ভয় দেখিয়ে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছিলেন অভিযুক্ত নেতারা। তাঁরা সরকারি বিধিভঙ্গ করেছিলেন বলে অভিযোগ ছিলো। তার জন্য তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়। এমনটাই জানিয়েছেন জেলা সরকারি আইনজীবী রাজীব শর্মা। অভিযোগ, এই নেতারা ২০১৩ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে মহাপঞ্চায়েতে অংশ নিয়ে হিংসাত্মক বক্তব্য রেখেছিলেন।

আদালতে উত্তরপ্রদেশ সরকার আবেদন করেছিল যে, উত্তরপ্রদেশ সরকার জনস্বার্থে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালতের উচিত মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুজাফফরনগর এবং আশেপাশের জেলাগুলিতে সাম্প্রদায়িক সংঘর্ষে প্রায় ৬২ জন প্রাণ হারান। ৫০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন বলে অভিযোগ ছিলো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in