১৪ দিনের জন্য লকডাউন জারি হল কর্ণাটকে। আগামীকাল মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে আগামী ১৪ দিন এই লকডাউন চলবে। সোমবার কর্ণাটকের প্রশাসনিক সূত্রে একথা জানা গেছে। যদিও ঘোষণার সময় মুখ্যমন্ত্রী একে লকডাউনের পরিবর্তে ‘ক্লোজ ডাউন’ বলে জানিয়েছেন।
আগামী ১৪ দিন, অর্থাৎ ৯ মে পর্যন্ত কর্ণাটকে সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে। এরপর দোকান বন্ধ হয়ে যাবে। ক্লোজ ডাউন চলাকালীন কোনো যানবাহন চলবে না। শুধুমাত্র নির্মাণ কাজ, ম্যানুফ্যাকচারিং এবং কৃষিক্ষেত্র চালু থাকবে। আন্তরাজ্য এবং অন্তররাজ্য যাতায়াত বন্ধ থাকবে। এদিন এই ঘোষণার পর রাজ্যের মানুষের কাছে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ১৮ থেকে ৪৪ বছর বয়সী রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেবে কর্ণাটক সরকার। সরকারি হাসপাতাল থেকে এই সুবিধা পাওয়া যাবে।
রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪,৮০৪ জন এবং শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৩ জনের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন