Child Labour: আহমেদাবাদের রেস্তোরাঁ থেকে ১১ নাবালক উদ্ধার

People's Reporter: পুলিশি আধিকারিকরা জানিয়েছেন, আমেদাবাদের এস জি হাইওয়ের এই রেস্তোরাঁ থেকে মঙ্গলবার এক বিশেষ অভিযানে ১১ জন নাবালককে উদ্ধার করা হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য আইএএনএস এক্স হ্যান্ডেল

এক বিশেষ অভিযানে আমেদাবাদের ইসকন থাল রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হল ১১ নাবালককে। পুলিশ এবং শিশু অধিকার রক্ষা গ্রুপ, বচপন বাঁচাও আন্দোলন-এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। পুলিশি আধিকারিকরা জানিয়েছেন, আমেদাবাদের এস জি হাইওয়ের এই রেস্তোরাঁ থেকে মঙ্গলবার এক বিশেষ অভিযানে ১১ জন নাবালককে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, এই নাবালকদের খুবই খারাপ অবস্থায় কাজ করতে দেখা গেছে এবং জানা গেছে প্রতিদিন তাঁদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কাজ করানো হত। এঁদের বেতন ছিল মাসিক সাড়ে ৮ হাজার টাকা। উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে ১ জনের বয়স ১৩, ৬ জনের বয়স ১৬ বছর এবং ৪ জনের বয়স ১৭ বছর।

আহমেদাবাদের স্যাটেলাইট পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং রেস্তোরাঁর মালিক এবং ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র অনুসারে, এই ঘটনার তদন্ত চলছে এবং অনুমান করে হচ্ছে এর পেছনে আরও বড়ো কোনও সংগঠিত অপরাধের ঘটনা থাকতে পারে।

বচপন বাঁচাও আন্দোলনের সক্রিয় সদস্য দামিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দামিনী দীর্ঘদিন ধরে শিশুশ্রমের বিরুদ্ধে আন্দোলন করছেন।

ছবি প্রতীকী
Child Trafficking: পরপর শিশু বিক্রির ঘটনা রাজ্যে, বড় কোনও চক্র কাজ করছে? তদন্ত শুরু পুলিশের
ছবি প্রতীকী
Child Marriage: ৮ মাসেই ২৫১৬ টি বাল্যবিবাহ! সচেতনতা বাড়াতে অভিযান তামিলনাড়ু সরকারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in