

এক বিশেষ অভিযানে আমেদাবাদের ইসকন থাল রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হল ১১ নাবালককে। পুলিশ এবং শিশু অধিকার রক্ষা গ্রুপ, বচপন বাঁচাও আন্দোলন-এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। পুলিশি আধিকারিকরা জানিয়েছেন, আমেদাবাদের এস জি হাইওয়ের এই রেস্তোরাঁ থেকে মঙ্গলবার এক বিশেষ অভিযানে ১১ জন নাবালককে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, এই নাবালকদের খুবই খারাপ অবস্থায় কাজ করতে দেখা গেছে এবং জানা গেছে প্রতিদিন তাঁদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কাজ করানো হত। এঁদের বেতন ছিল মাসিক সাড়ে ৮ হাজার টাকা। উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে ১ জনের বয়স ১৩, ৬ জনের বয়স ১৬ বছর এবং ৪ জনের বয়স ১৭ বছর।
আহমেদাবাদের স্যাটেলাইট পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং রেস্তোরাঁর মালিক এবং ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র অনুসারে, এই ঘটনার তদন্ত চলছে এবং অনুমান করে হচ্ছে এর পেছনে আরও বড়ো কোনও সংগঠিত অপরাধের ঘটনা থাকতে পারে।
বচপন বাঁচাও আন্দোলনের সক্রিয় সদস্য দামিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দামিনী দীর্ঘদিন ধরে শিশুশ্রমের বিরুদ্ধে আন্দোলন করছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন