Andhra Pradesh: অক্সিজেনের অভাবে তিরুপতির সরকারি হাসপাতালে ১১ কোভিড রোগীর মৃত্যু

দু'দিনে এই নিয়ে দ্বিতীয়বার অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটলো রাজ‍্যে। রবিবার হায়দ্রাবাদের একটি সরকারি হাসপাতালে ২ ঘন্টা অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছিল।
Andhra Pradesh: অক্সিজেনের অভাবে তিরুপতির সরকারি হাসপাতালে ১১ কোভিড রোগীর মৃত্যু
প্রতীকী ছবি
Published on

অক্সিজেনের অভাবে ১১ জন কোভিড রোগীর মৃত্যু হলো অন্ধ্রপ্রদেশের এক সরকারি হাসপাতালে। তিরুপতির রুইয়া সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। মৃতরা প্রত‍্যেকেই আইসিইউতে ভর্তি ছিলেন। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।

রোগীর আত্মীয়দের অভিযোগ প্রায় ৪৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল আইসিইউতে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন চিত্তোরের জেলাশাসক এম হরিনারায়ণ। তিনি জানিয়েছেন, "অক্সিজেনের চাপ কমে গিয়েছিল। পাঁচ মিনিটের মধ্যেই সিলিন্ডার লোড করে তা চালু করা হয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক। চিন্তার কোনো কারণ নেই। মেডিক্যাল স্টাফদের তৎপরতার কারণে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগীর মৃত্যু হয়েছে।"

জানা গেছে, ওই হাসপাতালে প্রায় ১০০০ জন‌কোভিড রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে ৭০০ জন রোগী আইসিইউতে রয়েছেন এবং এঁদের প্রত‍্যেকের অক্সিজেন চলছে। জেলাশাসক জানিয়েছেন, এই ঘটনা ঘটার সাথে সাথেই ৩০ জন চিকিৎসকের একটি দল দ্রুত আইসিইউতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাকি রোগীরা এখন‌ ঠিক আছেন।

মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

দু'দিনে এই নিয়ে দ্বিতীয়বার অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটলো রাজ‍্যে। রবিবার হায়দ্রাবাদের একটি সরকারি হাসপাতালে ২ ঘন্টা অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছিল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in