
ওয়াশিংটনে মোদী-ট্রাম্প বৈঠকে উঠে এল আদানির ঘুষকাণ্ডের প্রসঙ্গ। দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে আদানির ঘুষ কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, রাষ্ট্রপ্রধানদের বৈঠকে ব্যক্তিগত বিষয়ে আলোচনা নয়।
বৃহস্পতিবার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প এবং মোদী। সেখানেই এক সাংবাদিক তাঁকে সরাসরি প্রশ্ন করেন, আদানি ঘুষ-মামলা নিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে? তার উত্তরে মোদী বলেন, “ভারতে বসুধৈব কুটুম্বকম আদর্শে তৈরি গণতন্ত্র রয়েছে। প্রতিটি ভারতীয় এই পরিবারের সদস্য। আমরা ব্যক্তিগত বিষয়কে দুই দেশের পারস্পরিক আলোচনার মধ্যে আনি না”।
অন্যদিকে, মোদীর এই এই জবাব নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “যদি আপনাকে ভারতে প্রশ্ন করা হয় (আদানি ঘুষ-মামলা নিয়ে), তা হলে নীরব থাকেন আপনি। আর বিদেশে প্রশ্ন করলে বলেন ব্যক্তিগত বিষয়। আমেরিকাতেও মোদীজি আদানিজির দুর্নীতিকে ঢাকা দিচ্ছেন”।
এদিকে সম্প্রতি আমেরিকায় ঘুষের তদন্ত সংক্রান্ত মামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে অনেকের মতে, এর ফলে সে দেশে তদন্ত থেকে স্বস্তি পাচ্ছে আদানি গোষ্ঠী।
প্রসঙ্গত, গৌতম আদানির সংস্থা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে - এমনই লক্ষ্য ছিল প্রকল্পটির। প্রকল্পটি বিপুল লাভজনক। ২০ বছরে সংস্থাটি প্রায় ১৭ হাজার কোটি টাকা লাভ করত। এই প্রকল্প পাশের জন্য সরকারি আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন আদানি।
গত ২১ নভেম্বর ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) পেশ করেছিল আমেরিকার ন্যায়বিচার দফতর এবং বাজার নিয়ন্ত্রক এসইসি সংস্থা এসইসি। অভিযোগ, ঘুষের কথা গোপন করেই আমেরিকা ব্যাঙ্ক এবং আমেরিকার লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলে আদানি গ্রিন এনার্জি লিমিটেড।
গৌতম আদানি ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন তাঁর ভাইপো সাগর আদানি, 'আদানি গ্রিন এনার্জি লিমিটেডে'র সিইও বিনীত জৈন, রূপেশ আগরওয়াল, রঞ্জিত গুপ্ত, সৌরভ আগরওয়াল, দীপক মালহোত্রা এবং অস্ট্রেলিয়া-ফ্রান্সের দ্বৈত নাগরিক সিরিল ক্যাবানেস।
প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি রূপায়ণের জন্য ভারতের পাঁচটি রাজ্য বাছা হয়। এই রাজ্যগুলি হল - তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ় এবং জম্মু ও কাশ্মীর। অভিযোগ, এই রাজ্যগুলির আধিকারিকদেরই ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আদানি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন