

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এখনও পর্যন্ত ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে সম্ভবত জয়ী হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতি মুহূর্তেই তিনি ব্যবধান বাড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে।
ভোট গণনায় যে সাত স্যুইং স্টেটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল তার মধ্যে নর্থ ক্যারোলিনাতে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাকি ছ’টি স্যুইং স্টেটেই এগিয়ে আছেন কমলা হ্যারিস। নির্বাচনী বিশ্লেষকদের মতে এখনও পর্যন্ত অনেক রাজ্য থেকেই পুরো ফলাফল এসে পৌঁছায়নি। যা সামনে এলে ফলাফল বদলে যেতে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত ট্রাম্পের দখলে ২৪৭ ইলেক্টোরাল ভোট এবং কমলা হ্যারিসের দখলে ২১৪ ইলেক্টোরাল ভোট। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।
এখনও পর্যন্ত ঘোষিত ফলাফল অনুসারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬,৬৫,১৯,৮০৫ ভোট এবং তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৬,১৬,৫৪,৭৩১ ভোট। দু’জনের প্রাপ্ত ভোটের হার যথাক্রমে ৫১.২ শতাংশ এবং ৪৭.৪ শতাংশ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন