ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

USA: শেষ সপ্তাহে আবারও বেকারত্বের হার বাড়লো আমেরিকায়

২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহের আগের সপ্তাহে আমেরিকায় ৩,৪৯,০০০ জন বেকারত্বের সুবিধা পেতে আবেদন করেছিলেন। যদিও ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহে গত সপ্তাহের তুলনায় আরও ৪ হাজার বেশি আবেদন জমা পড়েছে।
Published on

বেকারত্বের সংখ্যা দ্রুত বাড়ছে আমেরিকায়। আমেরিকান লেবার ডিপার্টমেন্ট-এর প্রাথমিক সূত্র অনুসারে ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বেকারত্বর সুবিধা পাবার আবেদনের সংখ্যা বেড়েছে ৩,৫৩,০০০। গত চার সপ্তাহ ধরে আমেরিকায় বেকারত্ব কমবার দাবি করা হচ্ছিলো।

২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহের আগের সপ্তাহে আমেরিকায় ৩,৪৯,০০০ জন বেকারত্বের সুবিধা পেতে আবেদন করেছিলেন। যদিও ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহে গত সপ্তাহের তুলনায় আরও ৪ হাজার বেশি আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স-এর পক্ষ থেকে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

সংবাদসংস্থা জিন হুয়ার প্রতিবেদন অনুসারে, শেষ কয়েক মাসে বেকারত্বের সংখ্যা কমেছিলো এবং তা মার্চ ২০২০-র সংখ্যায় পৌঁছে গেছিলো। যদিও শেষ কয়েক সপ্তাহ ধরেই আমেরিকায় বেকারত্বের হার ফের ঊর্ধ্বমুখী।

ওই পরিসংখ্যান থেকে জানা গেছে গত বছরের এপ্রিল এবং মে আমেরিকায় বেকারত্বের হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। ওই সময় বেকারির সংখ্যা ছিলো ২০ মিলিয়নের ওপর।

সমগ্র আমেরিকা জুড়ে ৭ আগস্ট শেষ হওয়া সপ্তাহে আগের তুলনায় ১,৮২,১৬৫ হাজার বেশি নাগরিক বেকারত্বের সুবিধা দাবি করেছিলেন। পরিসংখ্যান অনুসারে ওইসময় বেকারত্ব ছিলো ১২ মিলিয়ন। যদিও ১৪ আগস্ট শেষ হওয়া সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের তুলনায় বেকারত্বের আবেদন কমেছিলো ৩ হাজার। ওই সপ্তাহে আমেরিকায় বেকারত্বের সুবিধা পেয়েছিলেন ২.৮৬ মিলিয়ন নাগরিক।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in