USA-Canada Border: আমেরিকা-কানাডা সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে আটক ৪৩,৭৬৪ ভারতীয়

People's Reporter: বর্তমান বছরে একলাফে এই সংখ্যা অনেকটাই বেড়েছে। তথ্য অনুসারে ওই একই অঞ্চল দিয়ে এইসময় অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করেন মোট ১,৯৮,৯২৯ জন। যাদের মধ্যে ৪৩,৭৬৪ জন বা ২২ শতাংশ ভারতীয়।
কানাডা আমেরিকা সীমান্ত অঞ্চল
কানাডা আমেরিকা সীমান্ত অঞ্চল ফাইল ছবি, সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
Published on

কানাডা এবং আমেরিকার সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে আমেরিকা প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন ৪৩,৭৬৪ জন ভারতীয়। আমেরিকান কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (USCBP)-র তথ্য অনুসারে উত্তরের এই সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়ের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ।

সম্প্রতি ইউএসসিবিপি এই তথ্য প্রকাশ করেছে। গত বছরের অক্টোবর মাস থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের এই তথ্য অনুসারে এই সংখ্যা জানা গেছে।

তথ্য অনুসারে, ২০২২ সালে ১,০৯,৫৩৫ জন কানাডা সীমান্ত অঞ্চল (নর্দার্ন ল্যান্ড বর্ডার) অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিল। যার মধ্যে ভারতীয়ের সংখ্যা ছিল প্রায় ১৬ শতাংশ।

২০২৩ সালে ওই একই অঞ্চল দিয়ে অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করে ১,৮৯,৪০২ জন। যাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল ৩০,০১০ জন।

বর্তমান বছরে একলাফে এই সংখ্যা অনেকটাই বেড়েছে। তথ্য অনুসারে ওই একই অঞ্চল দিয়ে এইসময় অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করেন মোট ১,৯৮,৯২৯ জন। যাদের মধ্যে ৪৩,৭৬৪ জন বা ২২ শতাংশ ভারতীয়। এর মধ্যে ৩৬,৩৭৯ জন এককভাবে ঢোকার চেষ্টা করেছেন এবং পরিবার সহ ঢোকার চেষ্টা করেছেন ৭,১৮৮ জন। এছাড়াও একক শিশুর সংখ্যা ১৪৮ এবং পরিবারের সঙ্গে থাকা শিশুর সংখ্যা ৪৯।

২০২৩-২৪-এর যে হিসাব পাওয়া গেছে তাতে অক্টোবর মাসে ২,৬১২ জন, নভেম্বর মাসে ২,৫৭০ জন, ডিসেম্বর মাসে ২,৯০৪ জন, জানুয়ারি মাসে ২,৯৭৯ জন, ফেব্রুয়ারি মাসে ২,৬৩৫ জন, মার্চ মাসে ২,৯২৮ জন, এপ্রিল মাসে ৩,৬৩৫ জন, মে মাসে ৫,০৭১ জন, জুন মাসে ৫,১৫৩ জন, জুলাই মাসে ৪,৫৭৭ জন, আগস্ট মাসে ৪,২১৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৪,৪৮৬ জন কানাডা সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছে।  

ইউএসসিবিপি-র তথ্য অনুসারে বিগত চার বছরে ওই অঞ্চল দিয়ে অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করা ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ল্যাটিন আমেরিকা অথবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করলেও তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি।

জানা গেছে, এই তথ্য শুধুমাত্র যারা অবৈধভাবে প্রবেশের সময় ধরা পড়েছেন তাদের নিয়েই। এছাড়াও যারা বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে আমেরিকায় ঢুকে পড়েছেন তাদের সংখ্যা ঠিক কত তা এখনও অজানা।

কানাডা আমেরিকা সীমান্ত অঞ্চল
ভারত ছাড়ার হিড়িক! শেষ ১ বছরে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে আটক ৯০,৪১৫ জন, নাগরিকত্ব ছেড়েছেন ২ লক্ষ
কানাডা আমেরিকা সীমান্ত অঞ্চল
Global Hunger Index 2024: ক্ষুধা সূচকে ১২৭ দেশের মধ্যে ভারতের স্থান ১০৫, এগিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কাও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in