
উরুগুয়ের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন মধ্য বাম জোটের প্রার্থী ইয়ামান্ডু ওরসি। ব্রড ফ্রন্ট কোয়ালিশনের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির আলভারো দেলগাডোকে পরাজিত করেন। গতকাল রবিবার এই ভোট অনুষ্ঠিত হয়।
এই ভোটে বাম জোটের প্রার্থী ইয়ামান্ডু পেয়েছেন ৪৯.৭৭ শতাংশ ভোট। তাঁর মোট প্রাপ্ত ভোট ১১,৯৬,৭৯৮। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আলভারো দেলগাডো পেয়েছেন ৪৫.৯৪ শতাংশ ভোট। তাঁর মোট প্রাপ্ত ভোট ১১,০১,২৯৬। এর আগে ২৭ অক্টোবরের ভোটে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার (রান অফ) এই ভোট অনুষ্ঠিত হয়।
ইয়ামান্ডু ওরসি-র এই জয়ে ৩৪ লক্ষ মানুষের দেশ উরুগুয়েতে ক্ষমতায় ফিরলো বামেদের ব্রড ফ্রন্ট। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যবর্তী দক্ষিণ আমেরিকার এই দেশে ক্ষমতায় ছিল ন্যাশনাল পার্টি।
এর আগে ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত ব্রড ফ্রন্ট উরুগুয়ের ক্ষমতায় ছিল। এইসময় উরুগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব সামলান জোস মুজিকা এবং তাবারে ভ্যাজকুয়েজ। যদিও এরপর দক্ষিণপন্থী জোটের কাছে পরাজিত হয় বাম জোট। দক্ষিণপন্থী জোটের পক্ষে প্রেসিডেন্ট হন লুইস লাকাল্লা পউ।
ইয়ামান্ডুর জয়ে ব্রাজিলের লুই ইনাসিও লুলা দ্য সিলভা, মেক্সিকোর ক্লদিয়া শেইনবাম এবং চিলির গ্যাব্রিয়েল বরিস তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
ইয়ামান্ডু ওরসি
৫৭ বছর বয়সী ওরসিকে প্রাক্তন রাষ্ট্রপতি হোসে মুজিকার ঘনিষ্ঠ হিসাবে দেখা হয়। তাঁর বিনয়ী জীবনধারার মাধ্যমে উরুগুয়েতে বহু মানুষের মন জয় করেছিলেন। তাঁকে “বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপতি” হিসাবে বলা হয়।
ওরসি নিজে তৃণমূল স্তর থেকে উঠে আসা এখন লড়াকু মানুষ। গ্রামীণ উরুগুয়ের এক বিদ্যুৎবিহীন বাড়িতে তিনি বড় হয়েছেন।
স্কুলের ইতিহাসের শিক্ষক থাকাকালীন তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পরে ক্যানেলোনেসের মেয়র হন যা উরুগুয়ের দ্বিতীয়-জনবহুল অঞ্চল। ওরসি ক্যানেলোনেসের মেয়র থাকাকালীন, টেক জায়ান্ট গুগল জানিয়েছিল তারা ওই অঞ্চলে এক বিশাল ডেটা সেন্টার তৈরি করবে।
রবিবার সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশিত হবার পর ওরসি তাঁর সমর্থকদের বলেন, তিনি উরুগুয়ের ৩৪ লক্ষ মানুষের রাষ্ট্রপতি হতে চান। তিনি বারবার তাঁর সমর্থকদের জোর দিয়ে বলেন, যারা বিরোধীদের ভোট দিয়েছে তাঁদের কথাও আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন