Unemployment in USA: মার্কিন মুলুকে আবার বাড়ল বেকারত্বের সংখ্যা

ফেডারেল রিজার্ভের সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যবেক্ষণ হল, ‘২০২৩ সালের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের পরিমাণ ৪.৪ শতাংশে পৌঁছাতে পারে।’
Unemployment in USA: মার্কিন মুলুকে আবার বাড়ল বেকারত্বের সংখ্যা
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

মাঝে মাত্র ৫ সপ্তাহের ব্যবধান। তারপর, ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়লো বেকারত্বের সংখ্যা। বৃহস্পতিবার, এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে মার্কিন শ্রম বিভাগ।

১৭ সেপ্টেম্বর- সপ্তাহ শেষে, বেকারত্বের সুবিধার পেতে আবদনকারীর সংখ্যা ৫০০০ বেড়ে হয়েছে ২,১৩,০০০। বৃহস্পতিবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্টস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস’-র রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।  

মার্কিন শ্রম বিভাগের রিপোর্টের তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা- জিনহুয়া জানিয়েছে,‘গত চার সপ্তাহে বেকারত্বের গড় সংখ্যা ৬,০০০ কমে ২,১৬,৭৫০ হয়েছিল।’

জানা যাচ্ছে, ১০ সেপ্টেম্বর শেষে, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘বেকারত্বের সুবিধা’ প্রাপকের সংখ্যা ২২ হাজার কমে ১.৩৮ মিলিয়ন হয়েছিল।   

শ্রম বাজারে কর্মী যোগানের সঙ্গে চাহিদার ভারসাম্যহীনতার পাশাপাশি, জুলাইয়ের শেষে মার্কিন চাকরি পেয়েছেন ১১.২ মিলিয়ন মানুষ।

বর্তমানে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফেডারেল রিজার্ভ। এই পরিস্থিতিতে চাকরির বাজার খারাপের দিকে যেতে পারে।

ফেডারেল রিজার্ভের সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যবেক্ষণ হল, ‘২০২৩ সালের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের পরিমাণ ৪.৪ শতাংশে পৌঁছাতে পারে।’

Unemployment in USA: মার্কিন মুলুকে আবার বাড়ল বেকারত্বের সংখ্যা
USA: প্রায় দু'বছর ধরে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য চুরি করছে রাশিয়ান হ্যাকাররা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in