
বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো রাশিয়া। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন। ইতিমধ্যেই রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের এয়ারবেস, এয়ার ডিফেন্স ধ্বংস করে দেবার দাবি করা হয়েছে। এর পাল্টা ইউক্রেনের পক্ষ থেকে ৫টি রাশিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করা হয়েছে।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ ঘোষণার পর ইউএস এমব্যাসির পক্ষ থেকে আমেরিকান নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ রাস্তায় থাকেন তাঁকে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমের খবরের দিকে নজর রাখতে।
ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোনো ভারতীয় নাগরিক কিয়েভে গিয়ে থাকেন সেক্ষেত্রে অবিলম্বে কিয়েভ ছেড়ে সাময়িকভাবে নিরাপদ স্থানে ফিরে আসুন। বিশেষ করে তুলনামূলক নিরাপদ পশ্চিমি সীমান্ত সংলগ্ন অঞ্চলে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন