তিউনিসিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী Najla Bouden Romdhane

সাইয়েদ বলেছেন, নতুন সরকারের প্রধান কর্তব্য হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহনের অধিকারের মতো মানুষের মৌলিক অধিকার রক্ষা ও প্রসার।
Najla Bouden Romdhane
Najla Bouden Romdhaneছবি সৌজন্যে DW
Published on

তিউনিসিয়ার রাষ্ট্রপতি কাইজ সাইয়েদ বুধবার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নাজলা বুডেন রমধানে (Najla Bouden Romdhane)-কে নিযুক্ত করেছেন নতুন সরকার গড়তে। রাষ্ট্রপতির দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে।

জিনহুয়া সংবাদ সংস্থা জানাচ্ছে সরকারের নতুন প্রধানকে সম্বোধন করে সাইয়েদ বলেছেন, "দেশের এই ব্যতিক্রমী পরিস্থিতিতে আমি নতুন সরকার গড়তে আপনার ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দেশের ইতিহাসে আপনিই প্রথম মহিলা সরকার প্রধান।"

সাইয়েদ বলেছেন, দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করতে তাঁরা কঠিন সংকল্প ও একাগ্রতা নিয়ে একসঙ্গে কাজ করবেন। রাষ্ট্রপতির আশা প্রধানমন্ত্রী অতীতের ব্যতিক্রমী সিদ্ধান্তের অনুসারী হয়ে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে সরকার গড়তে সক্ষম হবেন।

সাইয়েদ বলেছেন, নতুন সরকারের প্রধান কর্তব্য হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহনের অধিকারের মতো মানুষের মৌলিক অধিকার রক্ষা ও প্রসার।

নব নিযুক্ত প্রধানমন্ত্রী নাজলা বুডেনের জন্ম ১৯৫৮ সালে। তিউনিসের ন্যাশনাল এঞ্জিনিয়ারিং স্কুলের ছাত্রী। তিউনিসিয়ার উচ্চ শিক্ষা ও বিজ্ঞান গবেষণা মন্ত্রকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোগ্রাম এক্সিকিউশন পদে কর্মরত ছিলেন।

-With IANS Inputs

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in