

ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি পদে শপথ নিলেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটবে। হোয়াইট হাউসের প্রতি আস্থা প্রকাশ করে এমনই মন্তব্য করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, 'এটা নিশ্চিত যে আগামীদিনে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়া দলের নীতি অনুযায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খুব শীঘ্রই অবসান ঘটবে। ওই দলের দৃষ্টিভঙ্গিই এটি। কারণ তারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধ তো শেষ হবেই। কিন্তু ঠিক কবে হবে সেটা জানি না'।
মার্কিন নির্বাচনে জয়ের পরই ট্রাম্পকে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলেনস্কি। সেই বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বিরোধিতা করার মতো কোনও আলোচনাই হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান মাত্র ২৪ ঘন্টার মধ্যে করে দেবেন। এমাসের শুরুতে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যা এখনও থামেনি। প্রচুর প্রাণহানি ঘটে। বহু দেশে যুদ্ধবিরতির পক্ষে মত দিলেও রাশিয়া ও ইউক্রেন থামেনি। এখন দেখার ট্রাম্প ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারেন কিনা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন