USA: কমলা হ্যারিসের সমর্থনে প্রতিবেদন প্রকাশে 'না'! ২ লক্ষের বেশি সাবস্ক্রিপশন হারালো ওয়াশিংটন পোস্ট

People's Reporter: দৈনিকটির কর্ণধার জেফ বেজোস বলেন কমলা হ্যারিসের সমর্থনে কোনও লেখা প্রকাশিত হবে না তাঁদের পত্রিকায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন মার্কিন জনতা।
কমলা হ্যারিস
কমলা হ্যারিসছবি - কমলা হ্যারিসের ফেসবুক পেজ
Published on

আচমকা ২ লক্ষের বেশি গ্রাহক হারাল আমেরিকার জনপ্রিয় দৈনিক ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের ডিজিটাল সাবস্ক্রিপশন ছেড়েছেন ২ লক্ষের বেশি গ্রাহক। কমলা হ্যারিসের প্রতিবেদন ছাপানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার পরই এমন হয়েছে বলে জানা গেছে। বড় ক্ষতির মুখে পড়েছে জনপ্রিয় এই দৈনিকটি।

চলতি মাসেই (৫ নভেম্বর) আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। তার আগেই ওয়াশিংটন পোস্ট নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে দৈনিকটির সাবস্ক্রিপশন ছাড়ার হিড়িক পড়েছে। শুধু ডিজিটাল সংস্করণে নয়, ছাপা কাগজ থেকেও অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে খবর। ২৫ লক্ষ পাঠকের মধ্যে ৮ শতাংশ রয়েছেন এই তালিকায়। দৈনিকের বহু কলামিস্টও নাকি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

ওয়াশিংটন পোস্টের বহু কর্মী জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সমর্থনে কিছু না লেখা নীতিগত দিক দিয়ে বিরোধী। এই নিয়ে লেখা অন্যায় নয়। ওয়াশিংটন পোস্টের ‘এডিটোরিয়াল বোর্ড’ ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন পুলিৎজার জয়ী লেখক ডেভিড হফম্যানও। তিনি বলেন, ‘গত কয়েক দশক ধরে অত্যাচারিত, নিপীড়িত, রাজনৈতিক বন্দি এবং কণ্ঠস্বরহীন মানুষদের কাছে আশার আলো হয়ে উঠেছিল ওয়াশিংটন পোস্ট। আমাদের উচিত সকলের সামনে সত্যিটা তুলে ধরা।

প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত হয় দৈনিকটির কর্ণধার জেফ বেজোসের একটি ঘোষণার পর। ওয়াশিংটন পোস্টে আমেরিকার ডেমোক্র্যাটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রতিবেদন ছাপানোর কথা ছিল। কিন্তু সম্প্রতি বেজোস বলেন কমলা হ্যারিসের সমর্থনে কোনও লেখা প্রকাশিত হবে না তাঁদের পত্রিকায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন মার্কিন জনতা। তবে বেজোস শুধু কমলা নন, কোনও রাজনৈতিক নেতার সমর্থনেই প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in