Texas: টেক্সাসের নদীতে হড়পা বান! মৃত ২৪, সামার ক্যাম্পে যাওয়া ২৩ ছাত্রী নিখোঁজ, চলছে উদ্ধারকাজ

People's Reporter: সেন্ট্রাল কের কাউন্টিতে রাতভর ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট বাড়ে। উদ্ধারকাজের জন্য ৫০০ কর্মী নামানো হয়েছে। এছাড়া ১৪টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
চলছে উদ্ধারকাজ
চলছে উদ্ধারকাজছবি - সংগৃহীত
Published on

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস (Texas)। গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে গেছেন অনেকেই। এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কড়া হচ্ছে।

অন্যদিকে, সপ্তাহান্তে সামার ক্যাম্পে যোগ দিতে নদী সংলগ্ন এলাকায় গিয়েছিলেন একটি স্কুলের ৭৫০ জন ছাত্রী। যার মধ্যে ২৩ জন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, সকলেই জলের তোড়ে ভেসে গেছে। যদিও টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ওই পড়ুয়ারা হারিয়ে যায়নি হয়ত। জল থেকে নিজেদের প্রাণ বাঁচাতে গাছের উপরে আশ্রয় নিয়েছেন। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

উদ্ধারকারী দল হেলিকপ্টার, নৌকা এবং ড্রোন ব্যবহার করে অনুসন্ধান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই উদ্ধারকাজের জন্য ৫০০ জন কর্মী নামানো হয়েছে। এছাড়া ১৪টি হেলিকপ্টার এবং ১২ টি ড্রোন ব্যবহার করা হচ্ছে। তবে টেক্সাস প্রশাসনের তরফ থেকে এখনও মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি।

শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে এক নাগাড়ে ভারী বর্ষণ হয়েছে। সেন্ট্রাল কের কাউন্টিতে রাতভর ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়। যার জেরে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। (সেগুলির সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর জলের তোড়ে ভেঙে পড়ছে বাড়ি এবং গাছ। ভেসে গেছে বাড়ি, একাধিক গাড়ি। বহু মানুষ জলের তোড় থেকে বাঁচতে ছাদে আশ্রয় নিয়েছেন।

অন্যদিকে, আশঙ্কা করা হচ্ছে এভাবে ভারী বর্ষণ চলতে থাকলে নদীতে ফের হড়পা বান আসতে পারে। ফলে নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে টেক্সাস প্রশাসন।

এদিকে, শুক্রবার ছিল আমেরিকার ২৪৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটিতে অনেকেই ওই নদীর ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে টেক্সাস প্রশাসনের পরামর্শে আপাতত সেই সমস্ত পরিকল্পনা বাতিল করা হয়েছে।

অন্যদিকে, টেক্সাসের এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, "এটা ভয়াবহ ঘটনা! মর্মান্তিক! আমরা গভর্নরের সঙ্গে সমস্ত পরিস্থিতিতে পাশে থাকছি"।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in