

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর অধীনে মুসলিম বিশ্বে প্রায় ৬০০টি প্রকল্পে চীন ৪০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে। ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) -এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওয়াং ই বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে বেজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা সম্মান ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
ওয়াং ই প্যালেস্টাইন ইস্যুতেও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, প্যালেস্টাইন-ইজরায়েল সমস্যার সমাধানের জন্য চীন ‘দুই রাষ্ট্র নীতি’ সমর্থন করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে প্যালেস্টাইন সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে সেই ব্যাপারেই সবরকম সাহায্য করবে।
বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান - “চীন প্যালেস্টাইনের জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো অব্যাহত রাখবে। প্যালেস্টাইন সমস্যার একটি ন্যায়সঙ্গত নিষ্পত্তির জন্য দ্বি-রাষ্ট্র (two-state solution) সমাধানের ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রাথমিক আহ্বানকে সমর্থন করবে।”
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ সম্পর্কে ওয়াং বলেন – চীন, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনাকে সমর্থন করে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাশিয়াকে খোলাখুলি সমর্থন যেমন জানায়নি চীন, তেমনি বিরোধিতাও করেনি। পশ্চিমী দেশগুলি ইতিমধ্যেই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, যা চীন সমর্থন করেনি। চীনের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হলে তা সারা বিশ্বের অর্থনীতির উপর প্রভাব পড়বে। সবচেয়ে বেশি মূল্য চোকাতে হতে পারে ইউরোপকে।
আফগানিস্থানের বর্তমান মানবিক সংকটের কথা উল্লেখ করে ওয়াং বলেন বলেন, আফগানিস্থানের স্থিতাবস্থা ফিরুক তা প্রথম থেকেই চায় চীন। তাই এই মুহূর্তে আফগানিস্থানের আভ্যন্তরীণ সরকাররের প্রতি সমর্থন জানিয়েছে চীন। আমেরিকা নিজেদের দায়ভার ঝেড়ে ফেললেও আর্থিকও মানবিক সাহায্যে এগিয়ে এসেছে চীন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন