India-Bangladesh: সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক - ঢাকার মাটিতে বার্তা ভারতের বিদেশ সচিবের

People's Reporter: ভারতের বিদেশ সচিব বলেন, কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হোক। এটাই চাইব। তবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা হোক। বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের বিদেশ সচিব (বামদিকে) এবং বাংলাদেশ বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনে
ভারতের বিদেশ সচিব (বামদিকে) এবং বাংলাদেশ বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনেছবি - সংগৃহীত
Published on

ক্রমশ অবনতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। এই পরিস্থিতিতে বাংলাদেশের মাটিতে সোমবার হাইভোল্টেজ বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিন। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই দাবি করেছেন দুই দেশের বিদেশ সচিব। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের নিন্দা করেন বিক্রম মিস্রি।

বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে ভারত বিদ্বেষ। মৌলবাদী শক্তিগুলি একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লাগাতার প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। মহম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি চরমে উঠছে। এই পরিস্থিতিতে ঢাকায় পড়শি দেশের বিদেশ সচিবের সাথে একান্তে প্রায় দু'ঘন্টা বৈঠক করেন ভারতের বিদেশ সচিব। পরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়।

বৈঠক শেষে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সাথে। তারপর সাংবাদিক সম্মেলন করে বিক্রম মিস্রি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক এটাই চাই। বৈঠক গঠনমূলক হয়েছে এবং ইতিবাচক। কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হোক। এটাই চাইব। তবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা হোক। বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা চাইনা ভারত-বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক। দুই দেশ একসাথে কাজ করবে সেটাই ভালো। জনগণের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in