
সিপিআইএম-এর প্রবীণ নেতা সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশজুড়ে শ্রদ্ধাঞ্জলির ঢেউ নেমেছে। দেশের পাশাপাশি লন্ডনেও তাঁকে শ্রদ্ধার জানানোর ব্যবস্থা করা হয়েছে। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনবান্ধব রাজনীতির প্রতি তাঁর আজীবন অঙ্গীকারকে শ্রদ্ধা জানানো হবে।
স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-র লন্ডন শাখা সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে ফার্স্ট অ্যানুয়াল সীতারাম ইয়েচুরি লেকচার চালু করার ঘোষণা করেছে। আজ উদ্বোধনী বক্তৃতা হবে। বিষয় - “India and the World: The Right-Wing Assault Against Education.” জুমের মাধ্যমে ভার্চুয়ালি সমস্ত অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডঃ ভবানী শঙ্কর নায়ক (Dr Bhabani Shankar Nayak) এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনৈতিক চিন্তাধারার (International Political Thought) রিডার ডঃ রাহুল রাও (Dr Rahul Rao) এই অধিবেশনে বক্তব্য রাখবেন।
আয়োজকরা জানিয়েছেন, ইয়েচুরির নামে নামাঙ্কিত এই বক্তৃতা সিরিজটি একজন বুদ্ধিজীবী হিসেবে এবং ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষক হিসেবে তাঁর ভূমিকা তুলে ধরার চেষ্টা করে।
SFI UK এক বিবৃতিতে বলেছে, "কীভাবে দক্ষিণপন্থী মতাদর্শ সমালোচনামূলক চিন্তাভাবনাকে দমন করে, প্রোপাগান্ডা-চালিত ন্যারাটিভ দিয়ে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে তোলে - সেই বিষয়ে ধারণা করা এই অধিবেশনের উদ্দেশ্য।" ১৩ সেপ্টেম্বর লন্ডনের সেন্ট জেমস পার্কে একটি স্মারক সমাবেশেরও পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাদ্দিলাপালেমের পিতাপুরম কলোনীতে ইয়েচুরি নামাঙ্কিত ভবন - 'সীতারাম ইয়েচুরি ভবন'-এর উদ্বোধনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিপিআইএম। সিপিআই(এম) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি বৃহস্পতিবার এই ভবন উদ্বোধন করে ইয়েচুরির সাথে তাঁর চার দশকের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেছেন, যা ১৯৭৯ সালে পাটনায় এসএফআই সম্মেলনের সময় থেকে শুরু হয়েছিল।
বেবি বলেন, "জ্যোতি বসু এবং হরকিষণ সিং সুরজিতের মতো প্রবীণ কমিউনিস্ট নেতাদের দেখানো আদর্শ এবং পথকে এগিয়ে নিয়ে গেছেন ইয়েচুরি।" শ্রমিকদের অধিকার রক্ষা এবং বর্ণ নিপীড়নের বিরুদ্ধে কমিউনিস্টদের লড়াই চালিয়ে যেতে হবে বলে জানান তিনি।
সিপিআই(এম)-এর অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পাদক ভি শ্রীনিবাস রাও বলেন, ইয়েচুরি নামাঙ্কিত ভবনটি দরিদ্রদের উপর দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন