Russia Ukraine: এই বছরের শেষেই অভ্যুত্থানে ক্ষমতা হারাবেন পুতিন - দাবি ইউক্রেনীয় গোয়েন্দা প্রধানের

মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন – গ্রীষ্মকালের শেষের দিকে রাশিয়া যুদ্ধে পরাজিত হতে চলেছে। তাঁর কথায় – “ব্রেকিং পয়েন্ট হবে আগস্ট মাসের দ্বিতীয় পর্যায়ে।”
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিনফাইল ছবি তাস-এর সৌজন্যে
Published on

ইউক্রেনের গোয়েন্দা প্রধানের দাবি – রাশিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই বছরের শেষেই যুদ্ধে রাশিয়া পরাজিত হবে এবং সাথে সাথেই অভ্যুত্থান হবে রাশিয়ায়। এই অভ্যুত্থানেই পুতিন ক্ষমতা হারাবে।

মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন – গ্রীষ্মকালের শেষের দিকে রাশিয়া যুদ্ধে পরাজিত হতে চলেছে। তাঁর কথায় – “ব্রেকিং পয়েন্ট হবে আগস্ট মাসের দ্বিতীয় পর্যায়ে।”

স্কাই নিউজের সূত্রানুসারে বুদানভ বলেছেন – “রাশিয়ার বেশিরভাগ সক্রিয় সেনাবাহিনী এই বছরের শেষের দিকেই শেষ হয়ে যাবে। ঠিক তারপরেই রাশিয়ায় নেতৃত্বের পরিবর্তন আস্তে চলেছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম এমন বিস্ফোরক দাবি করলেন ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে আগে ইউক্রেনের গোয়েন্দারা বলেছিল রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে। গোয়েন্দাদের সেই অনুমান প্রায় সঠিক প্রমাণিত হয়েছিল।

সংবাদসংস্থা ডেইলি মেলের সূত্রানুসারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্লাড ক্যান্সারে ভুগছেন। রাশিয়ার এক প্রভাবশালী ব্যক্তি, যিনি ক্রেমনিলের ঘনিষ্ঠ, জানিয়েছেন – ভ্লাদিমির পুতিন একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের শারীরিক অবস্থার অবনতি নিয়ে এই বছরের শুরু থেকেই জল্পনা চলছে। বিভিন্ন সংবাদসংস্থার মতে – অসুস্থ পুতিন স্টেরয়েড নেওয়ার ফলে মুখ ফুলে গিয়েছে।

ভ্লাদিমির পুতিন
Ukraine Crisis: রাশিয়ার চাপের কাছে নতিস্বীকার - 'রুবল' দিয়েই জ্বালানি কিনছে ইউরোপের একাধিক দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in