Earthquake: জোড়া ভূমিকম্পে কাঁপল মায়ানমার! মৃত ২৫, তীব্র প্রভাব ব্যাঙ্ককেও, কম্পন অনুভূত কলকাতাতেও

People's Reporter: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং ৭।
ভূমিকম্পের ভেঙে পড়ছে বহুতল
ভূমিকম্পের ভেঙে পড়ছে বহুতলছবি - সংগৃহীত
Published on

পর পর দু'বার জোরালো ভূমিকম্প পড়শি দেশ মায়ানমারে। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, দিল্লি-সহ উত্তর ভারতে। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং ৭। তীব্র কম্পনের জেরে ভেঙে পড়ছে মায়ানমারের একের পর এক বহুতল। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই সমস্ত ছবি-ভিডিও। প্রায় ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয়েছে ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এবং দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়েছে ১২টা ২ মিনিটে। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বর্মার ১২ কিলোমিটার উত্তরে এবং দ্বিতীয়টির লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। যদিও আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিয়োলজিক্যাল সার্ভে একটি কম্পনের কথা জানিয়েছে। সেটির মাত্রা ৭.৭।

জোরালো এই ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশে। ভাইরাল হওয়া ছবি-ভিডিতে দেখা যাচ্ছে, ভেঙে পড়েছে ব্রিজ, বহুতল। মান্দালয়ে একাধিক বহুতল ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। কয়েকটি সূত্রে দাবি, মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে, কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও প্রভাব পড়েছে। সেখানে হোটেল, শপিং মল কাঁপতে শুরু করেছে। ভেঙে পড়ছে নির্মীয়মাণ বাড়ি। সেখানে ৪৩ জন শ্রমিক আটকে আছে বলে জানা গেছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন বাসিন্দারা।

প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি আফটার শকেরও আশঙ্কা করা হচ্ছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in