
আমেরিকায় বাড়ছে পেট্রোলের দাম। মূল্যবৃদ্ধির হয়েছে মূলত রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে। কিন্তু ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের তুলনায় তা অনেকটাই কম। বিশ্বের ধনীতম দেশের সঙ্গে কত টাকার ফারাক ভারতীয় বাজার মূল্যের?
মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোল লিটারে নয়, গ্যালনে বিক্রি হয়। মার্কিন মুলুকের এক গ্যালন ভারতে ৩.৭৮ লিটারের সমান। বৃহস্পতিবার সেই দেশের গ্যাস স্টেশনগুলিতে প্রতি গ্যালন পেট্রোলের দাম ভারতীয় মুদ্রায় ৩৮৬ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ হিসেব করলে প্রতি লিটারের মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ বিশ্বের ধনীতম দেশেও পেট্রোলের দাম এদেশের তুলনায় অনেকটাই কম!
প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও গত বছরের ৪ নভেম্বরের পর থেকে ভারতে পেট্রলের দামের পরিবর্তন হয়নি। ওই দিন কেন্দ্র পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমায়।
তথ্য বলছে, গত ১৪ বছরে আমেরিকায় এই প্রথম সবচেয়ে মহার্ঘ্য পেট্রল। ২০০৮ সালের জুলাইয়ে আর্থিক মন্দার কারণে পেট্রোলের দাম রেকর্ড গড়েছিল। আর এবার মূল্যবৃদ্ধির কারণ যুদ্ধ পরিস্থিতি।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার তেল ও গ্যাসের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই পদক্ষেপের জেরে আমেরিকার পাশাপাশি গোটা বিশ্বকেই ভুগতে হতে পারে। আকাশ ছুঁতে পারে পেট্রোপণ্যের মূল্য।
উল্ল্যেখ্য, আমেরিকা তার প্রয়োজনের খুব কম অংশ পেট্রোপণ্য রাশিয়া থেকে আমদানি করে। সুতরাং তাঁদের পক্ষে এই নিষেধাজ্ঞা জারি করাটা সহজ। কিন্তু ইউরোপীয় দেশগুলির পক্ষে তা সম্ভব নয়। কোনও কোনও ইউরোপীয় দেশ মোট চাহিদার প্রায় অর্ধেক পেট্রোপণ্য রাশিয়া থেকে আমদানি করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন