Nurses Strike: তিন দিনের ধর্মঘটের পর কাজে ফিরলেন নার্সরা, দাবি আদায়ে লড়াই চলবে

মিনেসোটা নার্সেস অ্যাসোসিয়েশন (MNA) জানিয়েছে ধর্মঘটে ১৫,০০০ নার্স অংশ নিয়েছিল। মার্কিন ইতিহাসে এই ধর্মঘটকে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছে জিংহুয়া সংবাদ সংস্থা।
ধর্মঘটের শুরুতে বক্তব্য রাখছেন মেরি টারনার
ধর্মঘটের শুরুতে বক্তব্য রাখছেন মেরি টারনারছবি টিম নেলসন-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের কয়েক হাজার নার্স তিন দিনের ধর্মঘটের পর কাজে ফিরেছেন।

মিনেসোটা নার্সেস অ্যাসোসিয়েশন (MNA) জানিয়েছে ধর্মঘটে ১৫,০০০ নার্স অংশ নিয়েছিল। মার্কিন ইতিহাসে এই ধর্মঘটকে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছে জিংহুয়া সংবাদ সংস্থা।

এমএনএ প্রেসিডেন্ট মেরি টার্নার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, "যখন আমাদের নির্বাহীরা আমাদের হাসপাতালে সম্পূর্ণ কর্মী দিতে অস্বীকার করে এবং নার্সদের পেশা থেকে সরিয়ে দেওয়া অব্যাহত রাখে, তখন তা আসলে জনস্বাস্থ্য সংকট হয়ে দাঁড়ায়।"

টার্নারের মতে, আগামী সপ্তাহে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের জন্য সংগঠন প্রস্তুত।

মিনেসোটা ইউনিয়নের সাথে যুক্ত নার্সরা নতুন চুক্তির জন্য ছয় মাস ধরে দাবি জানিয়ে আসছে। সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের কম কর্মী সংখ্যা সংক্রান্ত সমস্যা মেটানো এবং বর্তমান পরিস্থিতির মোকাবিলায় পরিবর্তন চাইছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in