Nepal: আস্থাভোটে জয়ী হলেন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আস্থাভোটে ২৭৫ টির মধ্যে ১৬৫টি ভোট পেয়েছেন নতুন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
শের বাহাদুর দেউবা
শের বাহাদুর দেউবাফাইল চিত্র

শেষপর্যন্ত নেপাল সংসদে রবিবার আস্থাভোটে জয়ী হলেন নয়া প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। আস্থাভোটে ২৭৫ টির মধ্যে ১৬৫ টি ভোট পেয়েছেন নতুন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। ইতিমধ্যে দেউবাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার বার্তাও দিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন দেউবাও।

গত কয়েকমাস ধরে চলতে থাকা নেপালের টালমাটাল রাজনৈতিক অবস্থার জেরে ভেঙে দেওয়া হয় সংসদ তথা মন্ত্রিসভা। পদত্যাগ করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলেন। তার পালটা বিরোধীরা আদালতের দ্বারস্থ হন। দাবি মেনে সম্প্রতি নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ দেয় নেপালের সুপ্রিম কোর্ট।

এরপর আস্থাভোটে বিরোধীদের পাশাপাশি ওলির সিপিএন-ইউএমএলের অনেকের সমর্থন পেয়ে যান। ফলে সহজেই আস্থা ভোটে জয় লাভ করেন। দেউবা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে রাজনৈতিকভাবে দেশকে স্থিতিশীল করাই অন্যতম লক্ষ্য তাঁর।
উল্লেখ্য, গোড়া থেকেই চিনপন্থী হিসেবে পরিচিত ছিলেন কেপি শর্মা ওলি। তাঁর আমলে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক খারাপ হয়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in