Libya Flood: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত লিবিয়া, মৃত প্রায় ৬০০০, নিখোঁজ কয়েক হাজার

People's Reporter: স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ। যার মধ্যে দরনা শহরেরই ৫ হাজার। অনেক জায়গা রয়েছে যেখানে এখনও উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি।
Libya Flood: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত লিবিয়া, মৃত প্রায় ৬০০০, নিখোঁজ কয়েক হাজার
ছবি সৌজন্যে - টুইটার
Published on

বিধ্বংসী ঝড় ড্যানিয়েলের দাপটে তছনছ হয়ে গেল লিবিয়ার পূর্বদিকের একটি শহর। ঝড়ের সাথে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০০ জন, সংবাদমাধ্যম Aljazeera এই তথ্য জানিয়েছে। নিখোঁজ প্রায় ১০,০০০।

কিছু দিন আগেই আফ্রিকা মহাদেশের একটি দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০০ জন। এবার ওই মহাদেশেরই আরেকটি দেশ লিবিয়ায় মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটলো। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ। যার মধ্যে ৫ হাজার জন শুধু দরনা শহরের। এই শহরে ১ লক্ষ ২৫ হাজার জনের বসবাস। লিবিয়ার এক মন্ত্রী হিচেম আবু ছাকিওত বলেছেন, চারিদিকে মৃতদেহ পড়ে রয়েছে। সমুদ্রে, নদীতে, উপত্যকায়, বিল্ডিং-র নীচে সব জায়গায় মৃতদেহ। শহরের প্রায় ২৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে বন্যায়। একাধিক বিল্ডিং ভেঙে পড়েছে।

রেড ক্রসের প্রতিনিধিরা জানাচ্ছেন, একাধিক এলাকায় শুধু তাণ্ডব চলেছে ঝড়ের। সাথে ব্যাপক বৃষ্টিতে একের পর এক ব্লিডিং ভাসিয়ে নিয়ে গেছে। পরিস্থিতি খুবই ভয়ানক। অনেক জায়গা রয়েছে যেখানে এখনও উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সাহায্যের জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন। জার্মান চান্সেলর ওলাফ শোলজ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমরা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করছি সাহায্যের জন্য। এছাড়া ইতালি, তুরস্ক, সাংযুক্ত আরব আমিরশাহী লিবিয়াকে সাহায্যের হাত বাড়িয়েছে। তুরস্কের তরফ থেকে উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছে। আলজেরিয়া ও মিশর শোকজ্ঞাপন করেছে গোটা ঘটনায়।

Libya Flood: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত লিবিয়া, মৃত প্রায় ৬০০০, নিখোঁজ কয়েক হাজার
‘২০৮০ সালের মধ্যে ভারতের ভূগর্ভস্থ জল হ্রাসের হার হবে ৩ গুন’ - আশঙ্কা মার্কিন গবেষকদের
Libya Flood: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত লিবিয়া, মৃত প্রায় ৬০০০, নিখোঁজ কয়েক হাজার
Taliban: তালিবান শাসনে দেশের বাইরে গিয়ে পড়তেও বাধাপ্রাপ্ত মেধাবী আফগান মেয়েরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in